মণ
হাইমচরে ১০ মণ জাটকা জব্দ, আটক ২
চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি (১০ মণ) জাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরভৈরবীর শহরআলী মোড়ে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশীর আনোয়ার মাঝি (৪২) ও হাইমচর উপজেলার জালিয়ারচর এলাকার রেহান উদ্দিনের ছেলে মো. জসীম (৩২)।
আরও পড়ুন: মাওয়ায় জাটকা শিকার করায় ৫ জেলের অর্থদণ্ড
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানের সময় উপজেলার চরভৈরবীর শহরআলী মোড়ে থানর উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি ট্রাককে চ্যালেঞ্জ করে। এসময় ট্রাকটি তল্লাশি করে এর ভেতর থেকে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকেও আটক করা হয়।
আরও পড়ুন: হাইমচরে ৫০০ কেজি জাটকা জব্দ
ওসি জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মার্চ ও এপ্রিল এই দুমাস চাঁদপুর জেলার মতলব উত্তরের যাটনল থেকে চাঁদপুর সদর হয়ে হাইমচর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মেঘনা-পদ্মা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা বিক্রি ও বহন নিষিদ্ধ করেছে সরকার।
২ বছর আগে