অস্ত্র জব্দ
যশোরে ১৯ ধরনের অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
যশোরে একটি বাড়ির ভেতর থেকে বন্দুকসহ ১৯ ধরনের ধারালো অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে দেশি একনালা একটি বন্দুক, একটি ইন্ডিয়ান ব্ল্যাকস্মিথ মেকিং সারশা, দুইটি ব্লাক ফালকন প্লাস স্লিং শট, পাঁচটি চাইনিজ কুড়াল, তিনটি সেভেন গিয়ার চাকু, দুইটি ধারালো দা, একটি চাইনিজ রড, দুইটি হাতুড়িসহ বিভিন্ন সরাঞ্জামাদি জব্দ করে যৌথবাহিনী।
শুক্রবার (২ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ, আটক ৮
গ্রেপ্তার যুবকেরা হলেন- বারান্দি মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সন্ত্রাসী চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতু (৩০) ও সিয়ামুল ইসলাম সেতু (২২)। তারা সম্পর্কে আপন ভাই।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এরপর সিরাজের ছেলে কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতুর ডেরায় তল্লাশি চালায়। জিতু ও সেতুকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে বন্দুক ও ১৯ ধরনের ধারালো অস্ত্র জব্দ করে।
ওসি জানান, গ্রেপ্তার জিতু ও সেতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের জব্দ করা অস্ত্রসহ মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদক জব্দ, গ্রেপ্তার ৪
১ মাস আগে
রাজবাড়ীতে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও ডাকাতির মামলা আসামিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি জব্দের দাবি পুলিশের।
শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা সজল শেখ (২৪), জিহাদ মন্ডল (১৯), আলেফ মন্ডল (৫০)।
আরও পড়ুন: কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ১
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে শনিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সজলের নামে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।’
আরও পড়ুন: ঢাকার জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
২ মাস আগে
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ১
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেশীয় অস্ত্র জব্দসহ মোতাব্বের হোসেন জনি নামে এক যুবকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ অক্টোবর) উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকার জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
এসময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি তলোয়ার, ১টি লোহার চাকতি, ৩টি চাকু, ৫টি হকিস্টিক ও নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, অস্ত্রসহ জনিকে শুক্রবার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, জনির বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র জব্দ, ৪ যুবক গ্রেপ্তার
কক্সবাজারে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৮
২ মাস আগে
ঢাকার জেনেভা ক্যাম্প থেকে 'পিচ্চি রাজা'সহ ৩৪ জন গ্রেপ্তার, অস্ত্র জব্দ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ পিচ্চি রাজাসহ ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।
আরও পড়ুন: বান্দরবানে বিদ্রোহীদের আস্তানা ধ্বংস, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এই অভিযান চালানো হয়।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২০টি গুলি, ৬টি কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি ধারালো অস্ত্র, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট।
'পিচ্চি রাজা' ও তার অনুসারীরা গত ৫ আগস্ট জেনেভা ক্যাম্পে স্থানীয় পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র মাদক ব্যবসার কাজে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুটি গ্যাংয়ের মধ্যে বন্দুকযুদ্ধেও তারা জড়িত ছিল বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দেননি আ. লীগের সাবেক এমপি-নেতারা
যৌথ বাহিনীর অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
২ মাস আগে
কক্সবাজারে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৮
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুন: উদ্ধার হয়েছে লুট হওয়া ৩৮৮০ অস্ত্র
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদরের পিএমখালীর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন- কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)।
আরও পড়ুন: মোহাম্মদপুরে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৩ মাস আগে
রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
রাঙ্গামাটি জেলার সদর উপজেলার আসামবস্তি ও মগবান ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও নগদ অর্থসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
এ সময় পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন ২নং মগবান ইউনিয়নের ১নং ওয়ার্ডের দোখাইয়া পাড়া থেকে বিন্দু লাল চাকমার ছেলে ভাগ্যধন চাকমাকে এবং অন্য আরেক অভিযানে আসামবস্তি নতুন মুসলিম পাড়া থেকে আলুংমং মারমার ছেলে সুই সিং মং মারমাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, যৌথ বাহিনীর অভিযানে ভাগ্যধন চাকমার কাছ থেকে অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি গাদা বন্দুক, নগদ একলাখ ৩৭ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, ছোট-বড় পাঁচটি রেজিস্ট্রার উদ্ধার করা হয়।
অন্যদিকে সুই সিং মং মারমার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, যৌথ বাহিনীর পৃথক দুইটি অভিযানে দুইজন ব্যক্তিকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করা হয়।
তারা স্থানীয় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংযুক্ত বলে আপাতত জেনেছি। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নড়াইলে চাঁদাবাজির মামলায় সাংবাদিক দাবি করা ৩ জন গ্রেপ্তার
১ বছর আগে
গাজীপুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৯
ছিনতাই ও ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, তলোয়ার ও চাকুসহ ধারালো অস্ত্র জব্দ করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) রাতে টঙ্গীর স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকরা হচ্ছে- শফিকুল ইসলাম বাবু (১৯), আব্দুর রহমান আশিক (১৮), তৌহিদ (২৮), শোরভ (১৯), আলামিন (২৫), ইমন (২১), আরিফ (১৯), ইয়াসিন (১৯) ও শাকিল (১৯)।
আরও পড়ুন: ধামরাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
তাদের বাসা টঙ্গীর বিভিন্ন এলাকায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা, চারটি গিয়ার সুইচ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তারা টঙ্গী স্টেশন রোড হতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকাসহ টঙ্গী বাজার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করে নিয়ে গেছে।
তাদের বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলা: নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামি গ্রেপ্তার
নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
২ বছর আগে
সংঘবদ্ধ ধর্ষণ: কক্সবাজারে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র জব্দ
কক্সবাজারে নারীকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব-১৫।
শনিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।
গ্রেপ্তাররা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানী ও নুরুল ইসলাম।
খায়রুল ইসলাম সরকার জানান, শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে। এরই মধ্য দিয়ে এসব সন্ত্রাসীদের তৎপরতা কমে আসবে বলে আশা র্যাব-১৫ এর এ কর্মকর্তার।
উল্লেখ্য, গেল ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেন এক নারী। ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করে ওই নারী। এ মামলায় এই তিনজনসহ আরও একজন এজাহার নামীয় আসামি রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: আসামি আশিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
২ বছর আগে