সড়কবাতি
নান্দনিক সড়কবাতিতে ঝলমলে রাজশাহী শহর
রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ইতোমধ্যে চার লেনে উন্নতি করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়ক নিমার্ণের পাশাপাশি সৌন্দর্য বাড়াতে পর্যায়ক্রমে নান্দনিক সড়কবাতি স্থাপনের করা হচ্ছে। নগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত আধুনিক দৃষ্টিনন্দন এই বাতিগুলো শহরকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। সন্ধ্যা নামলেই আলো ঝলমলে হয়ে উঠে রাজশাহী শহর।
এ বিষয়ে সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মাহাফুজ মিশু জানান, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের আতওায় আধুনিক এই নান্দনিক বাতি বাসানোর হচ্ছে। সড়কের আইল্যান্ডে মোট ১৩০টি আধুনিক দৃষ্টিনন্দন খুঁটি বসানো এবং প্রতিটি খুঁটিতে ১৩টি করে বাতি থাকছে। এছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।
আরও পড়ুন: সেতু এখন মরণ ফাঁদ!
তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারি থেকে শহরে দৃষ্টিনন্দন সড়ক বাতি বসানোর কাজ শুরু হয়। তবে প্রজাপতি সড়ক বাতি সকলের নজর কাড়ে।
২ বছর আগে