‘ড্রাইভ মাই কার’
অস্কার ২০২২:সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 'ড্রাইভ মাই কার'
অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে জাপানের ‘ড্রাইভ মাই কার’।
হারুকি মুরাকামির ছোটগল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন রিসুকে হামাগুচি, যিনি চিত্রনাট্য লেখার জন্যও মনোনীত হয়েছেন।
‘ড্রাইভ মাই কার’ সেরা ছবির জন্যও মনোনীত হয়েছে।
আরও পড়ুন: মহামারির কারণে পেছাল অস্কার-২০২১ অনুষ্ঠান
চলচ্চিত্রটি জাপান থেকে পঞ্চমবারের মতো অস্কারের পুরস্কার জিতেছে এবং ২০০৮ সালের পর প্রথমবার মতো এই পুরস্কার জিতল দেশটি।
ইতালির ‘দ্যা হ্যান্ড অব গড’, নরওয়ের ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, ডেনমার্কের ‘ফ্লি’ এবং ভুটানের ‘লুনানা: এ ইয়াক ক্লাসরুম’কে হারিয়ে ‘ড্রাইভ মাই কার’ সেরা পুরস্কার জিতে নিল।
২ বছর আগে