এ.আর.রহমান
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে বৃষ্টির বাগড়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টে বৃষ্টি বাগড়া দিয়েছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এ কনসার্টটি সরাসরি দেখানো হচ্ছে।
সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টি শুরু হলে কনসার্ট বন্ধ রাখা হয়। সোয়া ৭টার দিকে এটি পুনরায় শুরু করা যায়নি।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন কয়েক হাজার দর্শক। এই ইভেন্টের টিকিটের মূল্য ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
গোল্ড এবং প্লাটিনাম টিকিটধারীরা মূল মঞ্চের সামনের মাটিতে জায়গা পেয়েছেন। গোল্ড ও প্লাটিনামের টিকিটধারীদের প্রায় সবাই বৃষ্টিতে ভিজে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতীয় একাডেমি পুরস্কার বিজয়ী জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ.আর.রহমানসহ মমতাজ বেগম এবং মিউজিক্যাল গ্রুপ মাইলস অনুষ্ঠানে পারফর্ম করবেন।
পড়ুন: ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’: আজ থেকে টিকিট বিক্রি শুরু
২ বছর আগে
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’: আজ থেকে টিকিট বিক্রি শুরু
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’
অনুষ্ঠানে মমতাজ বেগম এবং মিউজিক্যাল গ্রুপ মাইলসসহ বাংলাদেশি তারকাদের সঙ্গে পারফর্ম করবেন ভারতীয় একাডেমি পুরস্কার বিজয়ী জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ.আর.রহমান। তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
আগামী ২৯ মার্চ মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সংগীতানুষ্ঠান। আসন বিন্যাসের ওপর ভিত্তি করে অনুষ্ঠানের টিকিটের দাম পড়বে এক হাজার থেকে ১০ হাজার টাকা।
২৮ এবং ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেলিং পয়েন্টে টিকিট পাওয়া যাবে।
আরও পড়ুন: ৫০ ব্যান্ডের এক গান
২ বছর আগে