যুবককে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনাদারের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের কাজীপাড়া দরগা মহল্লার একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
নিহত রুমান মিয়া (২৯) কাজীপাড়া মৌলভীহাটী এলাকার ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে।
আরও পড়ুন: পাবনায় নারীকে কুপিয়ে হত্যা, আটক ১
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কাজীপাড়া এলাকার দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে হুসাইন রুমানের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে ঘটনার এক ঘণ্টার মধ্যে কাজীপাড়া এলাকা থেকে আটক করে বলে ওসি জানান।
আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যা পর অটোরিকশা ছিনতাই
১৪৬৩ দিন আগে
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মুফিজ (৩৮) সরফভাটা ২নং ওয়ার্ডের বদনি বর বাড়ির আব্দুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে পূর্বের ঘটনার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী ওসমানের ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।'
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, কে বা কারা মুফিজকে হত্যা করেছে এখনো জানা যায়নি। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
তিনি বলেন, 'স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে। আমরা তদন্ত করে বিষয়টি জানাবো। তবে নিহতের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।'
১৭২৩ দিন আগে
চাঁদপুরে যুবককে গলা কেটে হত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকায় বাড়ির লোকজনের হাত-পা বেঁধে রেখে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
১৮৩৮ দিন আগে
সাতক্ষীরায় যুবককে হত্যা করে লাশ ঝোলানো হলো গাছে
কালিগঞ্জ উপজেলায় নীলকণ্ঠপুর গ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৮৮০ দিন আগে
কেরানীগঞ্জে ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পশ্চিম আগানগর এলাকায় শুক্রবার দুপুরে শিহাব (২৭) নামে এক যুবককে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২১৭৮ দিন আগে