আকিব
চমেকের সেই আলোচিত ছাত্র আকিবের মাথার হাড় প্রতিস্থাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত কলেজটির শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার হাড় প্রতিস্থাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অপারেশন চলে। সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী।
অস্ত্রোপচার শেষে ডা. নোমান খালেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা সফলভাবে অপারেশন শেষ করেছি। সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছে। আকিব ভালো আছে। সবাই তার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন: চমেকের আলোচিত সেই আকিব হাসপাতাল ছেড়ে গেছেন
এর আগে গতকাল রবিবার বিকালে চমেক এমবিবিএস ৬২তম ব্যাচের শিক্ষার্থী মাহাদি জে আকিবকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তির করা হয়।
গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের হামলার শিকার হন শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড় ও ব্রেইনে মারাত্মক জখম হয়। থেঁতলে দেয়া হয় তার মাথার হাড়। সে সময় পুরো মাথায় লাগানো সাদা ব্যান্ডেজে চিকিৎসকরা লিখে দেন ‘হাড় নেই, চাপ দিবেন না।’
পরে জটিল অস্ত্রোপচারের পর প্রায় ১৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আকিব। কিন্তু সেই সময়ে তার মাথায় খুলি প্রতিস্থাপন করা হয়নি। প্রথম অস্ত্রোপচারের পর মাথার হাড়ের একটি অংশ খুলে পেটের ভেতর রাখা হয়েছিল। ওই হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আকিবের মাথার ডান পাশ।
আরও পড়ুন: জ্ঞান ফিরেছে চমেক ছাত্র আকিবের
২ বছর আগে