চলন্ত বাসে আগুন
বগুড়ায় চলন্ত বাসে আগুন, যাত্রীরা নিরাপদ
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় শনিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে বাসের প্রায় অর্ধশত যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।
আরও পড়ুন: বনভোজনের বাসে আগুন: প্রাণে রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক হোসেন আলী জানান, শুক্রবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে ‘আহসান পরিবহন’-এর বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল।
বাসটি ছোনকায় পৌঁছালে বাসে আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ১০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন: নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন
তবে বাসের সব যাত্রী নিরাপদে নামতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, যান্ত্রিক ক্রটির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
২ বছর আগে
নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন
নাটোরে চলন্ত একটি পিকনিক বাস আগুন লেগে পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: রাজধানীতে ৯ বাসে আগুনের ঘটনায় আরও ৪ মামলা
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি স্কুলের শিক্ষার্থীরা নাটোরের গ্রিনভ্যালি পার্কে পিকনিক শেষে নিজ এলাকায় ফিরছিল। রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সড়কে হঠাৎ চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে নাটোরের গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে, ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসে আগুন
বাসে রাখা সাউন্ড বক্সের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন তিনি।
২ বছর আগে