বৃত্তিমূলক প্রশিক্ষণ
বৃত্তিমূলক প্রশিক্ষণ সুবিধা প্রকল্পে জাপানের ৬৯ লাখ টাকা অনুদান
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) নামের বাংলাদেশি এনজিওকে ৬৪ হাজার ৫০৭ মার্কিন ডলার (প্রায় ৬৯ লাখ টাকা) অনুদান দিয়েছে জাপান সরকার।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ঢাকায় জাপান দূতাবাসে 'গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস' (জিজিএইচএসপি) এর অনুদান চুক্তিতে সই করেন।
কক্সবাজার জেলায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য বিজিএসকে ৬৪ হাজার ৫০৭ মার্কিন ডলার অনুদান দেওয়া হচ্ছে।
কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, যুব সহায়তা, মানবাধিকার সুরক্ষা, ক্ষুদ্রঋণ, দুর্যোগ ইস্যু, পানি ও পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য ও পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে বিজিএস কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
জিজিএইচএসপি'র অর্থায়নে বিজিএস কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, রোহিঙ্গা শরণার্থীদের হোস্ট কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল তরুণদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্স প্রদান, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং লক্ষ্যযুক্ত এলাকায় দারিদ্র্য বিমোচন জোরদার করবে।
ঢাকাস্থ জাপান দূতাবাস জানায়, অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান এর 'গ্র্যান্ট অ্যাসিসটেন্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস' এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহায়তা করেছে।
এখন পর্যন্ত বাংলাদেশের এনজিওগুলোকে প্রদত্ত এই জিজিএইচএসপি অনুদানের পরিমাণ প্রায় ১৬ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: ডিএনসিসি মেয়রের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ
১ বছর আগে
উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সমন্বয়ের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সমন্বয়ের কথা বলেছেন। মঙ্গলবার জাতীয় সংসদে পিরোজপুরে একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস হওয়ায় তিনি এ কথা বলেন।
বৃত্তিমূলক প্রশিক্ষণ শুধুমাত্র ‘কম বুদ্ধিমান’ এবং প্রান্তিক পরিবারগুলোর জন্য এমন ভুল ধারণা দূর করার আহ্বান জানিয়ে তিনি দেশে কারিগরি প্রতিষ্ঠানের উন্নয়নে তার মন্ত্রণালয়ের প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় তরুণদের সফট স্কিল ও কারিগরি জ্ঞান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ শহর ও জেলায় কারিগরি শিক্ষা কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
আরও পড়ুন: দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষায় মনোনিবেশের আহ্বান শিক্ষামন্ত্রীর
বিলটি সংসদে এবং এটি একটি কণ্ঠ ভোটের মাধ্যমে পাস হয়।
তিনি সংসদকে আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের তিনটি মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেয়া হয় - একাডেমিক নৈপুণ্য, গবেষণায় অবদান এবং শিক্ষক সমিতিতে নেতৃত্ব ও প্রশাসনিক পোস্ট-হোল্ডিং অভিজ্ঞতা।
দীপু মনি বলেন, ‘যদিও আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদে উচ্চ যোগ্য লোক চাই, কিন্তু অনেকেই প্রশাসনিক বোঝা বিবেচনা করে পদে থাকতে রাজি নন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভিসির কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি থাকা সত্ত্বেও প্রায় সবাই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: নীতিমালা মেনেই স্কুল এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী
২ বছর আগে