রূপগঞ্জ উপজেলা
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দইলে বুধবার ভোর রাতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ভোর রাত ৩টার দিকে লিলি কেমিক্যাল কারখানায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন-বায়েজিদ, রোকন, খাদেমুল, সজীব, রিপন, মেহেদী, রাসেল ও আকালুর। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরেফিন বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পড়ুন: রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
সদরঘাটে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
২ বছর আগে