ইসরায়েলে
ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ৫
মধ্য ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার তেল আবিবের পূর্বে একটি অতি-অর্থোডক্স শহর বেনি ব্রাকের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এ নিয়ে তৃতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটল।
ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী সেই মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হামলাকারী একজন ফিলিস্তিনি নাগরিক।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে বন্দুকধারী একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে সজ্জিত ছিল এবং পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে পথচারীদের উপর গুলি চালায়।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: শরণার্থীর সংখ্যা প্রায় ৪০ লাখ
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অধ্যবসায়, একাগ্রতা ও শক্ত হাতে আরব সন্ত্রাসবাদ মোকাবিলার অঙ্গীকার করেছেন।
এই ঘটনার পর তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন এবং বুধবার সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা পশ্চিম তীরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।
এর আগে রবিবার দু’জন বন্দুকধারী কেন্দ্রীয় শহর হাদেরায় গুলি চালালে দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। এছাড়াও গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবাতে ছুরিকাঘাত ও গাড়িচাপায় ৪ জন নিহত হয়।
আরও পড়ুন: কিয়েভ ও চেরনিহিভ থেকে সামরিক তৎপরতা কমাবে মস্কো
২ বছর আগে