স্বার্থান্বেষী গোষ্ঠী
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় স্বার্থান্বেষী গোষ্ঠীকে দুষলেন প্রধানমন্ত্রী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশি একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘কিছু মানুষ বিদেশে নিজের দেশের মানহানি করলে, বলার কিছু নেই…। এদেশের কিছু মানুষ এর পেছনে ভূমিকা রাখায় র্যাবের ওপর এই নিষেধাজ্ঞা এসেছে।’
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হকের একটি সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী স্মরণ করেন, ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের জন্য বিভিন্ন দেশকে অনুরোধ করেছিল এবং তাদের পরামর্শে তৎকালীন বিএনপি সরকার র্যাব প্রতিষ্ঠা করেছিল।
তিনি বলেন, সন্দেহ নেই যে তারা (বিএনপি) র্যাবকে নির্বিচারে ব্যবহার করেছে।
শেখ হাসিনা অবশ্য বলেন, আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন দমন এবং হত্যার মতো ধারাবাহিক অপরাধের সুষ্ঠু তদন্তে র্যাব কাজ করেছে।
আরও পড়ুন: উপজেলায় দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, দেশে এমন কিছু মানুষ আছেন যারা দেশে যখনই কোনো অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেন, তারা তখন ভালো থাকেন। কিন্তু দেশে যখন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকে, তখন তারা এর বিরোধিতা করতে শুরু করে।
তিনি বলেন, সরকার যত ভালো কাজই করুক না কেন তারা তা দেখতে চায় না। তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং র্যাবের বিরুদ্ধেও তাদের অনেক অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সেই সব স্বার্থান্বেষী গোষ্ঠীর কিছু মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং মার্কিন বিচার বিভাগ এবং অন্যান্য জায়গায় তাদের অভিযোগ জানিয়েছে।
তিনি আরও বলেন, এসব বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার উপসি্থতির অনুমতি দেয়া হয়নি। আর এভাবেই নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই একমাত্র দেশ, যারা র্যাবের কেউ অন্যায় করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এমনকি একজন মন্ত্রীর জামাই, যিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন; তাকেও রেহাই দেয়া হয়নি। তাকেও বিচারের আওতায় আনা হয়েছিল। আমরা তাকেও ক্ষমা করিনি, শাস্তি দিয়েছি।
তিনি স্পষ্ট করে বলেন, যে যত ক্ষমতাধরই হোক না কেন, আওয়ামী লীগ সরকার কাউকে অন্যায় কাজ করতে দেয় না।
আরও পড়ুন: শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী
র্যাবের ওপর নিষেধাজ্ঞা ‘জঘন্য পদক্ষেপ’: প্রধানমন্ত্রী
২ বছর আগে