সোনার বাংলা মেলা
মুজিববর্ষ: রাজধানীতে সোনার বাংলা মেলা হবে শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উদ্যোগে এক মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার গুলশান সোসাইটি পার্কে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘মুজিববর্ষ: সোনার বাংলা মেলা’ এই নামে বিশেষ মেলাটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিএনপির বইমেলা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী শুরু
এ বিষয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ জানান, এ মেলায় বিদেশি অতিথিদের মাঝে আবহমান গ্রাম বাংলার সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি, লোকজ আমেজ, কুটিরশিল্প, পুতুল নাচ, বায়োস্কোপ, গ্রামীণ মেলার ঐতিহ্য, দেশীয় খাবার, লোকসংগীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার অবয়ব ফুটিয়ে তোলার প্রত্যাশা রয়েছে।
মেলায় মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মকর্তা, তাদের পরিবার ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
২ বছর আগে