ফিলিস্তিনি
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার সিরিয়ায় নিহত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের একজন কমান্ডার সিরিয়ায় নিহত হয়েছেন। বলা হচ্ছে ইসরায়েলি গুপ্তঘাতরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
ইসলামিক জিহাদ গোষ্ঠীর সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইজরায়েলকে উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে যে ৩১ বছর বয়সী আলী রামজি আল-আসওয়াদ রবিবার সকালে দামেস্কের গ্রামাঞ্চলে "জায়নবাদী শত্রুর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে বুলেটের আঘাতে নিহত হয়েছেন।’
রবিবারের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে যে আসওয়াদের পরিবার ১৯৪৮ সালে হাইফা শহর থেকে বাস্তুচ্যুত হয়েছিল এবং সিরিয়ার শরণার্থী শিবিরে বসতি স্থাপন করেছিল। যেখানেই তিনি যুবক হিসাবে সংগঠনে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
২০১৯ সালে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নির্বাসিত জীবনযাপনকারী ইসলামিক জিহাদের নেতৃত্বের সদস্য আকরাম আল-আজুরির বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আজুরির কোনো ক্ষতি হয়নি, তবে তার ছেলে ওই হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে।
গত মাসে দামেস্কের আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন বলে সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ইসলামিক জিহাদের একজন কর্মকর্তা একটি বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করেছেন যে ‘প্রতিরোধের নেতাদের হত্যার প্রচেষ্টার (অবিলম্বে) দেরি না করে একটি নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে।’
ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে। যার মধ্যে দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। তবে অভিযানগুলোকে খুব কমই স্বীকার করে বা আলোচনা করে।
আরও পড়ুন: সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ইসরায়েলে ভোট গণনার সময় ৪ ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার পৃথক ঘটনায় অন্তত চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে একজনের বিরুদ্ধে পূর্ব জেরুজালেমে পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে এবং বাকি তিনজন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের সময় নিহত হন।
শুক্রবার দিনের শুরুতে ফিলিস্তিন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমান গাজা উপত্যকায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। গত আগস্টে ইসরায়েল ও ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথম আন্তঃসীমান্ত সহিংসতা হিসেবে এই রকেট হামলা ও ইসরায়েলি বিমান হামলা চালানো হলো।
ইসরায়েল চলতি সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট গণনা শেষ করার সঙ্গে সঙ্গে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার উগ্র ডানপন্থী মিত্ররা ইসরায়েলের সংসদে স্বস্তি জাগানিয়া সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে।
আরও পড়ুন: ১০ মার্কিন নাগরিক ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ইরানের
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, পশ্চিম তীরে সশস্ত্র ঘাঁটি জেনিন শরণার্থী শিবিরে কাজ করা অন্তত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ জানিয়েছে যে নিহতদের মধ্যে একজন স্থানীয় কমান্ডার রয়েছেন।
স্থানীয়রা জানান, সপ্তাহ শেষে তার বিয়ে। তিনি যখন মাংসবিক্রেতার কাছ থেকে মাংস কিনছিলেন সেসময় তাকে হত্যা করা হয়।
সেনাবাহিনী বলছে, ফারুক সালামেহ গত মে মাসে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যাসহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি বন্দুক হামলার জন্য অভিযুক্ত ছিল।
তারা আরও বলছে, বন্দুকযুদ্ধ শুরু হলে সালামেহ পালিয়ে যায় ও সেসময় সে সৈন্যদের প্রতি বন্ধুক তাক করলে তাকে গুলি করা হয় এবং মারা যায়।
বৃহস্পতিবার দিনের শেষ দিকে গাজা সশস্ত্র গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলে একটি রকেট নিক্ষেপ করে। সেনাবাহিনী বলেছে যে রকেটটি আটকানো হয়েছিল, এবং অন্য তিনটি উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং গাজার ভিতরে বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষণিকভাবে এর কোনো দায় স্বীকার করা হয়নি। তবে অতীতে, ইসলামিক জিহাদ তার সদস্যদের হত্যার প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপ করেছে।
জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এটি গাজার হামাস শাসকদের দ্বারা রকেট তৈরির সুবিধা হিসেবে ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থানকে লক্ষ্য করে। এতে বলা হয়েছে, বিমান হামলা হামাসের রকেট সক্ষমতাকে ‘উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে’। এটি গাজা থেকে উদ্ভূত হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীকেও দায়ী করেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ছোঁড়া গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বলেছে যে অঞ্চলটিতে একটি অভিযানের সময় এটি ঘটেছিল এবং অভিযোগ করা হয়েছে যে লোকটি বাহিনীকে লক্ষ্য করে একটি ফায়ারবোমা নিক্ষেপ করেছিল।
আরেকটি ঘটনায় বৃহস্পতিবার জেরুজালেমের পুরাতন নগরীতে এক ফিলিস্তিনি এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে পুলিশ। অফিসাররা হামলাকারীর ওপর গুলি চালালে তিনি নিহত হন। এতে ওই কর্মকর্তা সামান্য আহত হন।
জাতীয় নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক পরিবর্তনের সময় এই সহিংসতা ঘটেছে। নেতানিয়াহু চরমপন্থী আইন প্রণেতা ইতামার বেন-গভির সহ ডানপন্থী মিত্রদের নিয়ে গঠিত জোট সরকারের ক্ষমতায় ফিরে আসবেন। যারা ঘটনার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে ইসরায়েল শিগগিরই আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: হিজাব ইস্যু: মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
পরমাণু আলোচনায় গ্যারান্টি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফিলিস্তিনি ‘হামলাকারীদের’ গুলিতে ইসরায়েলি নাগরিকের মৃত্যু
ফিলিস্তিনের অজ্ঞাত হামলাকারীদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি নাগরিকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পেশায় একজন প্রহরী ছিলেন।
শনিবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, সাম্প্রতিক এই হামলায় গত দুই মাস ধরে চলা ইসরাইলি-ফিলিস্তিনি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তারা আরও জানায়, গভীর রাতে হামলাকারীরা এরিয়েল এলাকায় প্রবেশ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তারা গার্ডকে গুলি করে।
সেনাবাহিনী পশ্চিম তীরে সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান শুরু করার কথা জানিয়েছে।
গত দুই মাসে ইসরাইল–ফিলিস্তিন সংঘর্ষে ১৪ ইসরায়েলি নিহত হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার ভোরে ইসরাইলি বাহিনী কলকিল্যা শহরের কাছে আজউন গ্রামে ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
আরও পড়ুন: আল-আকসা মসজিদে ফের সংঘর্ষ, ৯ ফিলিস্তিনি আহত
গাজার ক্ষমতাসীন হামাস এই হামলার প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ‘পুরো পশ্চিম তীরে বিপ্লব চলছে,এই অভিযানে তা প্রমাণ হয়।’
ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে অন্তত আহত হয়েছেন ৪২ জন ফিলিস্তিনি।
মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজানের শেষ জুমার নামাজ চলার সময় এই সংঘাত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলের আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের জুমার নামাজ শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই আল আকসা চত্বরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। এ সময় আকস্মিকভাবে সেই জনসমাগম থেকে কয়েকজন ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে চত্বরে পুলিশ ঢুকলে উত্তেজনা আরও বাড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে পাথর ও পটকা ছোড়া শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা আল আকসা মসজিদের নিকটবর্তী ইহুদিদের পবিত্র তীর্থস্থান ওয়েস্টার্ন ওয়ালের দিকেও পাথর-পটকা ছুড়তে থাকেন তারা।
আরও পড়ুন: আল-আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১৫০ ফিলিস্তিনি আহত
বিক্ষোভকারীদের হটাতে টিয়ারগ্যাস, লাঠি ও রবার বুলেট ব্যবহার করে পুলিশ। এতে ৪০ জনের বেশি আহত হয়। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট শাখা।
পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি, তবে একটি বিবৃতিতে বলেছে যে তারা তিন জনকে গ্রেপ্তার করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর ‘অভিযান’ ও বন্দুকযুদ্ধে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতরা হলেন-১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ এবং ২৩ বছর বয়সী ইয়াজিদ আল-সাদি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায়। এ সময় শুরু হওয়া বন্দুক যুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়।
এদিকে পৃথক আরেক ঘটনায় এক ফিলিস্তিনিকে পশ্চিম তীরে একটি বাসে ২৮ বছর বয়সী এক ইসরায়েলি ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগে গুলি করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন ‘টার্নিং পয়েন্টে’: জেলেনস্কি
উল্লেখ্য, জেনিন শরণার্থী শিবিরের কাছের একটি গ্রামের এক ফিলিস্তিনি নাগরিক পাঁচ ইসরায়েলিকে গুলি করে হত্যা এবং এর জেরে শুরু হওয়া সংঘাতে ১১ ইসরায়েলির মৃত্যুর দুদিন পরে এই অভিযান চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে জেনিনে প্রবেশ করলে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একজন সেনা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বলেছেন। এ সময় বাইডেন সাম্প্রতিক হামলায় ইসরায়েলের ১১ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: অনাস্থা ভোটের আগেই ইমরানের পক্ষ ছাড়ছে মিত্ররা
ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ৫