শান্তি চুক্তি
রাশিয়া-ইউক্রেন নিয়ে আরও আলোচনার প্রস্তাব তুরস্কের
ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফের আলোচনার জন্য একত্রিত করতে আঙ্কারা কাজ করছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
তুরস্কের এ হ্যাবার চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈঠকটি দুই সপ্তাহের মধ্যে হতে পারে।
মঙ্গলবার দেশটির পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের বৈঠক আয়োজনের পরপরই তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
কাভুসোগলু বলেন, ওই বৈঠকের পর কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল বিশেষ করে উত্তেজনা কমানোর বিষয়ে। তবে আমরা এই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে প্রতিফলিত হতে দেখিনি। যেমন কয়েকটি এলাকা থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার।’
ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই আলোচনায় ইউক্রেন শান্তি চুক্তির জন্য একটি বিশদ কাঠামো নির্ধারণ করেছে। এর আওতায় দেশটি নিরপেক্ষ থাকবে। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, চীন ও পোল্যান্ডসহ তৃতীয় পক্ষের দেশের একটি দল ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তা প্রদান করবে।
আরও পড়ুন: ইউক্রেন ‘টার্নিং পয়েন্টে’: জেলেনস্কি
২ বছর আগে