গণটিকাদান
করোনার গণটিকাদান কর্মসূচি ৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিবন্ধন ছাড়া দ্বিতীয় দফা করোনার গণটিকাদান কর্মসূচির সময় আরও তিনদিন বাড়িয়ে ৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ হস্তান্তরকালে এ ঘোষণা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত ১৩ কোটি প্রথম ডোজ এবং ১১ কোটি দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। এর মাধ্যমে লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।’
আরও পড়ুন: করোনার টিকাকরণ ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির মধ্যে সম্পর্ক রয়েছে: জাতিসংঘ
তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও পাঁচ কোটি টিকার মজুদ আছে এবং আরও ছয় কোটি ডোজ পাইপলাইনে রয়েছে। বাকি থাকা মানুষদের টিকার আওতায় আনতে গণটিকাদান কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
মন্ত্রী বলেন, যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলাসহ সব সরকারি হাসপাতালকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় তত্ত্বাবধানে আনা হবে।
আরও পড়ুন: গণটিকার দ্বিতীয় রাউন্ড শুরু
প্রতি বছর ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ এর ১০টি বিভাগে ৪৭টি পুরস্কার দেয়া হয়।
এ বছর ১০টি উপজেলা হাসপাতাল, পাঁচটি জেলা হাসপাতাল, তিনটি মেডিকেল কলেজ, দুটি বিশেষায়িত স্নাতকোত্তর ইনস্টিটিউট ও হাসপাতাল এবং আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কার পেয়েছে।
২ বছর আগে