ইজিবাইকের ধাক্কা
বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় সুলতান খান নামে এক পথচারী ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদরের বাংলাবাজার সড়কের কেজি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান খানের (৭০) বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে ভাগ্নে ফারুক হাওলাদারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় সুলতান খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
৪ মাস আগে
সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহাসড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজনু মিয়া (৪৮) পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা অটোচালক শাওনকে (১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের আহ্বায়ক লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, সাবেক সেনা সদস্য নিহত
শেরপুরে ট্রাক উল্টে সিএনজিকে চাপা দেওয়ায় নিহত ১, আহত ২
৯ মাস আগে
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
চুয়াডাঙ্গা শহরের সংলগ্ন দৌলতদিয়াড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বিএডিসি সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুর হোসেন মনজু জেলার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিস পাড়ার মৃত মাহতাব মন্ডলের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মনজুর হোসেন ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় বিএডিসি সার গোডাউনের সামনে একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গায় শিক্ষককে মারধর: অভিযুক্ত ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত
১ বছর আগে
ইজিবাইকের ধাক্কায় চুয়াডাঙ্গায় বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গা সদরে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলাতদিয়াড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বুলু বেগম (৬০) দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় বসবাস করতেন।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, বৃহস্পতিবার রাতে সদর থানার দৌলতদিয়াড় এলাকার একটি বাচ্চা ছেলে না বুঝে ইজিবাইকের অ্যাক্সিলারেটর ঘুড়িয়ে দিলে ইজিবাইকটি সড়কের পাশে বসে থাকা বৃদ্ধা বুলুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রোলার স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
২ বছর আগে