জাতীয় প্রেসক্লাব
জাতীয় প্রেসক্লাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মোড়ে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেন্টু ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ইসলাম ঢাকার চকবাজারের ঈদগাহ মাঠ এলাকার ইসলামবাগের আলাউদ্দিন খলাশির ছেলে।
নিহতের বন্ধু আল-আমিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মোটরসাইকেলে ইউ টার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সেন্টুকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৩৪ দিন আগে
পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে উত্তপ্ত জাতীয় প্রেসক্লাব এলাকা
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণ করা সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
এর আগে, সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে সাড়ে ১১টার দিকে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঘটনাস্থল থেকে তিনজনের সঙ্গে কথা বলছে পুলিশ এবং প্রেসক্লাব ফাঁড়িতে বসেই তাদের কথা হবে।
১৬৫ দিন আগে
ডিআরইউ ও জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি গাজীর জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাদ জোহর অনুষ্ঠিত হয়।
জানাজায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও মহাসচিব মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ, ডিইউজে ও বিএফইউজে নেতা এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানাজা পূর্ব বক্তব্যে উপদেষ্টা নাহিদ বলেন, রুহুল আমিন গাজী একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি সব সময় দেশের জন্য কথা বলতেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা গণমাধ্যমকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করব।
আরও পড়ুন: কোটা আন্দোলন: নিহতদের গায়েবানা জানাজা পড়বে বিএনপি-জোটের শরিকরা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গাজীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।
এদিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বরেণ্য এই সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাজী।
তিনি কিডনিজনিত জটিলতা, ডায়াবেটিস ও ইলেক্ট্রোলাইট সংকটে ভুগছিলেন।
তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
চাঁদপুরে পারিবারিক কবরস্থানে বিএফইউজে সভাপতিকে দাফন করা হবে।
১৯৫৩ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করা গাজী ১৯৭৪ সালে অনার্স ডিগ্রি অর্জনের পর দৈনিক ইত্তেফাকে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরে দৈনিক সংগ্রামে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দেন এবং সেখানে দীর্ঘদিন প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে ১৮ মাসের বেশি সময় ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে ছিলেন তিনি।
আরও পড়ুন: ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক লায়েকুজ্জামানের জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা
৪৩৫ দিন আগে
১১ মার্চ সব বিভাগীয় শহরে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ে সাত রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় সব শহরে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে ভাষানী আনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলন: ঢাকায় গণতন্ত্র মঞ্চের গণমিছিল
তিনি বলেন, আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাসসহ আমাদের ১৪দফা দাবি বাস্তবায়নে ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি।
বাবুল নতুন কর্মসূচি সফল করতে গণতন্ত্র মঞ্চের সকল সহযোগী ও সংগঠনের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানববন্ধন কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চকে আরও শক্তি প্রদর্শন করতে হবে। তাই এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করুন।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন।
সেখানে সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা ১৪ দফা দাবি আদায়ে কাকরাইল অভিমুখে পদযাত্রা করেন।
এছাড়া গণতন্ত্র মঞ্চ ছাড়াও সারাদেশে মহানগরের আওতাধীন সব ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল ও সংগঠন।
আরও পড়ুন: দেশব্যাপী ১১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
১০০৬ দিন আগে
পদ্মা সেতু বিদেশি বিনিয়োগকারীদের মনে আস্থা বৃদ্ধি করবে
মেগা প্রকল্প পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের মনে আরও আস্থা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বাংলাদেশে মানসম্পন্ন অবকাঠামোর ক্রমবর্ধমান প্রসারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি চমৎকার মুহূর্ত হতে যাচ্ছে।’
মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
আরও পড়ুন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের
রাষ্ট্রদূত নাওকি বলেন, শিগগিরই ঢাকা ও নারিতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এসে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে।
রাষ্ট্রদূত ক্রমবর্ধমান মানসম্পন্ন অবকাঠামো ও স্থিতিশীল পরিবেশসহ পাঁচটি কারণ তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।
তিনি বলেন, এই ডিসেম্বরে মেট্রোরেল বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
আরও পড়ুন: পদ্মা সেতু: উদ্বোধনের অপেক্ষায় খুলনাবাসী
রাষ্ট্রদূত আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কেও আপডেট করেন যা বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে।
তিনি জাপানসহ ১৩টি দেশের সঙ্গে সম্প্রতি চালু হওয়া ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কেও কথা বলেন।
রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন,‘এটি খুবই কঠিন পরিস্থিতি।’
তিনি বলেন, তার দেশ সহিংসতা বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: পরীক্ষামূলক বাতি জ্বললো পদ্মা সেতুতে
১২৭৬ দিন আগে
বিদ্যুতায়নের শতভাগ অর্জন ‘মিথ্যা’ প্রচারণা: বিএনপি
সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের বিষয়ে সরকারের ঘোষণাকে ‘মিথ্যা’ প্রচারণা ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, `মিডিয়া রিপোর্ট করেছে যে পুরো দেশকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। কিসের মূল্যে, কার মূল্যে- এটা করলেন? এটা করতে পারেনি; মিথ্যা কথা।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির মুক্তিযোদ্ধা শাখা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপি নেতা বলেন, সরকার ক্ষমতাসীন দলের নেতাদের জনগণের টাকা লুটপাট করে বিপুল সম্পদ অর্জনের সুযোগ দিতে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের দাম নিয়ে বিএনপিকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
তিনি বলেন, এসব মেগাপ্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন নেই।
সোমবার এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
ফখরুল বলেন, প্রকৃত আয় না বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে দেশের মানুষ কঠিন সময় পার করছে।
তিনি বলেন, ‘আজকে টিসিবির ট্রাকের পিছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য, তাদের কোনো উন্নতি হয়নি। আমার গ্রামের কৃষকের পণ্যের দাম বাড়েনি, তাদের কোনও উন্নতি হয়নি; আমার শ্রমিকের মজুরি বাড়েনি, তাদের কোনও উন্নতি হয়নি। আজকে আমাদের যে শিক্ষক স্বল্প বেতনে চাকরি করেন, তার কোনও পরিবর্তন হয়নি; আজকে ছোট ছোট ব্যবসায়ী, হকার- তাদের অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করে লুটপাট করছে, তাদের।
আরও পড়ুন: ইসি’র সংলাপ একটি নির্ভেজাল নাটক: বিএনপি
ফখরুল আরও বলেন, দেশ এখন ‘লুটপাটের স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই লুটপাটের স্বর্গরাজ্য আজকে নতুন না। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। যখনই তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তখনই তারা লুটপাট করে।’
তিনি বলেন, ‘দেশের মানুষকে ভয়ঙ্কর দুঃশাসন থেকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বর্তমান শাসককে ক্ষমতাচ্যুত করার বিকল্প নেই। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান শাসকের পতন নিশ্চিত করতে একটি বৃহৎ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য গড়ে তুলতে কাজ করছি।’
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা অর্জন করেছিলেন তা জাতি হারিয়েছে।
তিনি বলেন, ‘এখন এদেশে নতুন স্বাধীনতা যুদ্ধের সময় এসেছে... আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান শাসককে আমাদের সরাতে হবে।’
১৩৫৪ দিন আগে
সাংবাদিক জালাল আহমেদ মারা গেছেন
দৈনিক আমদের কণ্ঠ’র বিশেষ প্রতিবেদক, জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এস এম জালাল আহমেদ মারা গেছেন। রবিবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জাতীয় প্রেসক্লাবের (জেপিসির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জালাল আহমেদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জালাল আহমেদকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে জালাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পড়ুন: গোয়ালন্দে পুকুরে গোসল করতে নেমে যমজ দুই শিশুর মৃত্যু
রাজশাহীতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
১৩৬২ দিন আগে
জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে মারা গেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রিয়াজউদ্দিন আহমেদ ১৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ১৯ ডিসেম্বর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।
আরও পড়ুন: জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই
সাংবাদিক শামীম মাশরেকী আর নেই
১৪৪০ দিন আগে
অর্ধেক বাস ভাড়ায় শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি
বিএনপি রবিবার শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার দাবিতে তাদের সমর্থন আরও জোড়ালো করেছে এবং শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই। আমাদের দাবি, ভাড়া কমিয়ে তাদের অর্ধেক পাস দেয়ার ব্যবস্থা নেয়া হোক। প্রয়োজনে সরকার এ বিষয়ে ভর্তুকি দিতে পারে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে ভাড়া অর্ধেক: ওবায়দুল কাদের
বিএনপি নেতা বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় গণপরিবহনে ৫০ শতাংশ ছাড়ের দাবিতে বিক্ষোভ করছে।
এছাড়া তিনি বলেন, চাল, তেল, ডাল ও লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের সন্তানদের জন্য বই-কলমের মতো শিক্ষা উপকরণ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, সরকার বাস ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এই গণবিরোধী সরকার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে। পরিবহন মালিক-শ্রমিকরা পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট করেছে এবং সরকার তা বাড়িয়েছে।
আরও পড়ুন: গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেয়ার নির্দেশনা চেয়ে রিট
জনগণের টাকায় পকেট ভারি করা আওয়ামী লীগের ‘দুর্নীতিবাজ সিন্ডিকেটের’ স্বার্থে জ্বালানি তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বিএনপির মহাসচিব বলেন, সরকার এখন বলছে বিআরটিসি-চালিত বাসের ভাড়া কমিয়েছে, কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে তা করতে পারছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনি যখন ব্যক্তিগত ব্যবসা এবং অন্যান্য সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনি কেন আমাদের শিক্ষার্থীদের জন্য বাসের ভাড়া কমাতে পারবেন না
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে সরকারকে দুই-তিন কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও বেসরকারি বাসের ভাড়া কমানোর পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে প্রজ্ঞাপন চায় ক্যাব
১৪৬৭ দিন আগে
প্রবীণ সাংবাদিক জাহিদুজ্জামান আর নেই
প্রবীণ সাংবাদিক, দৈনিক অর্থনীতির সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের (জেপিসি) ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর নিজ বাসভবনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।
জাহিদুজ্জামান ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামেরও সদস্য ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আরও পড়ুন: হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী আর নেই
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আলী ফরহাদের বাবা আর নেই
এদিকে, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক শোক বার্তায় জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি বিষয়ক সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি হলো।
১৫৬৮ দিন আগে