ইন্দো-প্যাসিফিক কৌশল
ইইউর ইন্দো-প্যাসিফিক কৌশল সহযোগিতার জন্য, সংঘর্ষের জন্য নয়: বিশেষ দূত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইন্দো-প্যাসিফিক বিষয়ক বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেনটিন বলেছেন, ইইউর ইন্দো-প্যাসিফিক কৌশলটি ‘সংঘর্ষ নয় সহযোগিতা’ সম্পর্কে।
তিনি বলেন, ‘সুতরাং, এই কৌশলটি ইন্দো-প্যাসিফিকজুড়ে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে বৃদ্ধি এবং বৈচিত্র্যময় করার বিষয়েও সম্পৃক্ত। আমরা আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে চাই।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ইইউর এই বিশেষ দূত।
অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন জেরেমি অপ্রিটেসকো, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন অংশ নেন।
এসময় বিশেষ দূত বলেন, ইইউ সমমনা গণতান্ত্রিক অংশীদারদের সঙ্গে তাদের সহযোগিতা আরও গভীর করতে চায়।
তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইইউর সংযুক্তির উদ্দেশ্য-সহযোগিতা করা এবং প্রয়োজনে রক্ষা করা।
তিনি দাবি করেন, তাদের কৌশল অন্তর্ভুক্তিমূলক এবং যারা ইইউকে সহযোগিতা করতে ইচ্ছুক এমন সব অংশীদারদের জন্য এটা উন্মুক্ত এবং চীনও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের সমাধান অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক বাস্তবায়নে সহায়ক হবে: জাপান
২ বছর আগে