পেটেন্ট
পেটেন্ট মেয়াদ ২০ বছর রেখে সংসদে বিল পাস
পেটেন্ট মালিকের স্বত্ব ১৬ বছরের বদলে ২০ বছরের জন্য সংরক্ষিত রাখার বিধান রেখে ‘বাংলাদেশ পেটেন্ট বিল-২০২২’ সংসদে পাস হয়েছে।
রবিবার সংসদে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ শুরু
বিলে বলা হয়েছে, পেটেন্টধারী ব্যক্তি এখন থেকে ২০ বছরের জন্য স্বত্বের মালিক থাকবেন, এরপর তা ‘জনগণের’সম্পদ হয়ে যাবে। আগের আইনে এর মেয়াদ ছিল ১৬ বছর।
নতুন বিল অনুয়ায়ী, নতুনত্ব ও উদ্ভাবনী বিষয় বিদ্যমান থাকলে প্রযুক্তিগত যেকোনও পণ্য পেটেন্টযোগ্য হবে।
২ বছর আগে