ঢাকা লেডিস ক্লাব
রমজানেও মানুষ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে পবিত্র রমজান মাসেও জনগণ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এখন রমজান মাসেও শান্তি ও স্বস্তিতে দিন কাটাতে পারছি না। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। এলপিজির দামও বাড়ানো হয়েছে।’
রবিবার পবিত্র রমজান মাসের প্রথম দিনে ঢাকা লেডিস ক্লাবে এক ইফতার পার্টিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতিম ছাত্র ও ইসলামিক পণ্ডিতদের জন্য এ ইফতার পার্টির আয়োজন করে বিএনপি।
আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ: বিএনপি
বিএনপির এই নেতা বলেন, সরকার বাজার ও অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ‘দুর্ভাগ্যবশত, তারা গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।’
মির্জা ফখরুল বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আশা করেছেন তারা। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে পণ্যের দাম অন্তত আর বাড়বে না। দুর্ভাগ্যবশত, সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।’
তিনি বলেন, তাদের দল নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনগণের পক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।
আরও পড়ুন: বিএনপিতে ‘নেতৃত্ব সংকট’ নেই, কাদেরকে ফখরুল
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বিএনপির এই নেতা।
এ পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি ও মার্চে এলপিজির দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কথা বলে সরকার চলতি মাসে তৃতীয় বারের মতো দাম বাড়িয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৩৯ টাকা করেছে।
২ বছর আগে