পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
‘খুব অদ্ভুত, কোনো রেফারেন্স উল্লেখ করা হয়নি’: আরও নিষেধাজ্ঞা আসছে দাবি করা প্রতিবেদন সম্পর্কে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ নেই এবং যদি তা হয় তবে তা হবে অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেছেন যে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে তার কোনো ধারণা নেই, কারণ এটি নির্ভর করে পৃথক দেশের সরকারের ওপর।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি যে শুভ বুদ্ধির উদয় হবে।’
আজ (সোমবার) বিকালে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোমেনের মানহানির অভিযোগে দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের
গত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একে 'মিথ্যা এবং বানোয়াট' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার আগে তিনি কখনও চীনা কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেননি।
বরং তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং সেখানে কাজ করেছেন। এটা (সংবাদপত্রের প্রতিবেদন) খুব অদ্ভুত।
নতুন নিষেধাজ্ঞা আসছে বলে দাবি করা প্রতিবেদন সম্পর্কে মোমেন বলেন, ‘এটা খুবই অদ্ভুত এবং বিস্ময়কর ছিল। তারা কোনো রেফারেন্সও (উৎস) দেয়নি।’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কথা উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই।
আরও পড়ুন: শেখ হাসিনার কারণেই সাবেক অর্থমন্ত্রী মুহিত সফলতা দেখাতে পেরেছিলেন: স্মরণসভায় ড. মোমেন
১ বছর আগে
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক
কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুলুবায়েভ ঝিনবেক মলদোকানোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় ষষ্ঠ সিকা (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের ব্যাপারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক স্থগিত
এছাড়া দু’দেশের সরকারি বাণিজ্য দপ্তরসমূহ ছাড়াও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে পারস্পরিক সহযোগিতার ব্যাপারে তারা একমত হন।
বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের বয়ন ও পোশাক শিল্পে বিনিয়োগের আহ্বান জানান কিরগিজ মন্ত্রী। এ সময় ড. মোমেন ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি উত্থাপন করেন এবং কিরগিজস্তানের ওষুধ খাতে বাংলাদেশ অবদান রাখার আগ্রহ প্রকাশ করেন। এর পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিদ্যমান দক্ষ জনশক্তির সেবা নেয়ার জন্য কিরগিজস্তানের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক অঙ্গনে নানা বিষয়ে বাংলাদেশ এবং কিরগিজস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য ড. মোমেন সন্তোষ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
২ বছর আগে
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে রবিবার সকালে ওয়াশিংটন পৌঁছার পর বিকালে বাংলাদেশ দূতাবাসে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধিদলের সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলের সদস্য ও দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন আইএডি বিমানবন্দরে পৌঁছালে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন ড. মোমেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ব্লিনকেনের চিঠি
ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী, সোমবার ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক
২ বছর আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ব্লিনকেনের চিঠি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বছরকে দু'দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সম্প্রতি পাঠানো এক চিঠিতে ব্লিনকেন বলেন, ‘সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়।’ শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর উপর সংলাপের ধারাবাহিকতাকে ব্লিনকেন স্বাগত জানান।
আরও পড়ুন: ওয়াশিংটনে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী, সোমবার ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মিয়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
ব্লিনকেন বলেন, দুদেশের অংশীদারিত্বের পঞ্চাশ বছর উদযাপন অর্থবহ করতে ছয় কোটি ডোজ কোভিড ভ্যাক্সিন সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২ বছর আগে