মাছ ব্যবসায়ী
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব মিয়ার (৪৫) বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক(এসআই) বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুইচ্চামারা সেতুর ঢালে আবদুল্লাহপুর যাওয়ার সময় মাছ বোঝাই কাভার্ডভ্যান উল্টে গেলে তিনজন আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৯টার দিকে রাজীব মারা যান।
আরও পড়ুন: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
২ বছর আগে
বরিশালে হোটেল থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বরিশালে একটি আবাসিক হোটেল থেকে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. রুবেল খন্দকার (৩০) বাকেরগঞ্জের এলেঞ্চা গ্রামের লতিফ খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। লাশের ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।
ওসি আরও বলেন, নিহতের বাড়ি বাকেরগঞ্জে হলেও সে বরিশালের রুপাতলী বাজারে মাছ বিক্রি করতেন। সেই সুবাদে তিনি হোটেল স্বাধীন পার্কে দীর্ঘদিন ধরে রুম ভাড়া নিয়ে থাকতেন।
আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় নিখোঁজের ৪ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে