কীটনাশক পান
পাবনায় কীটনাশক পান করে ২ কিশোরীর ‘আত্মহত্যা’
পাবনার চাটমোহরে শনিবার রাতে বিষপান করে দুই কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
তারা হলো, উপজেলার জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে ও হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী যুথী আক্তার (১৫) এবং একই উপজেলার পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে ও পাইকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী শাবানা খাতুন (১৫)।
আরও পড়ুন: পিরোজপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শনিবার সকালে দুজনই স্কুল ও মাদরাসা থেকে ফেরার পথে বিকালে হান্ডিয়াল বাজার থেকে কীটনাশক কিনে পান করে যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা কীটনাশক পানের কথা পরিবারকে জানায়। এই সময় দুজনকে হান্ডিয়াল বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের পাবনা পাঠানো হয়। পাবনার যাওয়ার পথে আটঘরিয়া এলাকায় পৌঁছালে একজন মারা যায়। এছাড়া অপরজন রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা!
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
২ বছর আগে
মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে তরুণীর আত্মহত্যা
চট্টগ্রামের পটিয়ায় কীটনাশক পান করে এক তরুণী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে শোভনদন্ডী উইনিয়নের কুরেংগিরী গ্রামের নুর জাহানের বাড়িতে ওই তরুণী কিটনাশক পান করে।
নিহত সারজিনা আক্তার (১৯) একই এলাকার মো. আলী মেয়ে।
পারিবারিক বিষয় নিয়ে মায়ের বকা খেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবার পুলিশকে জানিয়েছে।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২ বছর আগে