খাশোগি হত্যাকাণ্ড
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি সন্দেহভাজনদের বিচার স্থগিত
তুরস্কের একটি আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে বিচার স্থগিত করার আদেশ দিয়েছেন।এছাড়াও মামলাটি সৌদি আরবে স্থানান্তরের রায় দিয়েছেন দেশটির আদালত।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা খাশোগি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে সমালোচনামূলক লেখার পর ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হন।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা ও ২ নারী গুলিবিদ্ধ
তুর্কি কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, ইস্তাম্বুলে পাঠানো সৌদি এজেন্টদের একটি দল খাশোগিকে হত্যা করেছে। ওই দলে একজন ফরেনসিক ডাক্তার, সৌদি প্রিন্সের জন্য কাজ করা গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য খাশোগির দেহাবশেষ পাওয়া যায়নি।
‘মামলাটি সৌদি আরবে স্থানান্তর করা হলে সৌদি প্রিন্সের ওপর যে সন্দেহ এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ আড়াল হবে’- মানবাধিকার গোষ্ঠীগুলোর এমন সতর্কতা সত্ত্বেও ইস্তাম্বুল আদালত এ সিদ্ধান্ত জানিয়েছে।
আরও পড়ুন: ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল গ্রিস
২ বছর আগে