নোট
বগুড়ায় জাল নোট জব্দ, গ্রেপ্তার ১
বগুড়ায় ২৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব। বুধবার দুপুর ৩টার দিকে শহরের সাত মাথার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান বকুল (৩৮) জেলার গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের দুদু মোল্লার ছেলে।
র্যাব-১২ বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাতমাথা বিআরটিসি ট্রাক ডিপোর সামনে অভিযান চালানো হয়। এসময় মাহাবুবুরকে তারা গ্রেপ্তার করে।
আরও পড়ুন: বগুড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জাল নোটগুলো ৫০০ ও এক হাজার টাকার।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার মাহাবুবুর জাল টাকার নোট সরবারহের কাজ করেন।
এছাড়া তার বিরুদ্ধে সদর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
বগুড়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে
২৯ জুন বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ২৯ জুন থেকে পুরাতন নোটের বিনিময়ে টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এই নোট বিনিময় চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
কর্মদিবসে ব্যাংকিং চলাকালীন যে কেউ একবার সমপরিমাণ টাকা বিনিময় করে ১০, ২০ ও ১০০ টাকার নতুন নোটের বান্ডিল সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক নোটে সিরিয়াল নম্বর দেবে, যাতে একই মানুষ একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে না পারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ইউএনবিকে বলেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে হতে যাওয়া পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রায় ২৯ হাজার কোটি টাকা বিনিময়ের জন্য রাখা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের চাহিদা অনুযায়ী নতুন নোটের পরিমাণ বাড়ানো যেতে পারে।
ঢাকার মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মানুষ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যের ধাতব মুদ্রাও সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
এছাড়া নতুন নোটগুলো ব্যাংকগুলোর নিম্নোক্ত শাখাসমূহে পাওয়া যাবে-এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আবদুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা (পান্থপথ), উত্তরা ব্যাংকের চক বাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, দ্য প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সিটি ব্যাংকের বেগম সারণী রোকেয়া শাখা, আল-আরাফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।
আরও পড়ুন: ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক
মুদ্রাস্ফীতি ও অস্থিতিশীল বৈদেশিক মুদ্রার হার প্রধান চ্যালেঞ্জ: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
২ বছর আগে
ঈদে ২৩০০০ কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে ২০ এপ্রিল থেকে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করবে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই নতুন নোট ছাপিয়েছে।
তিনি ইউএনবিকে বলেন, ঢাকা মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহরে তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স দিলো আইসিটি বিভাগ
কর্মকর্তা সূত্র জানায়, প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক ঈদের আগে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে এবং প্রয়োজনে নতুন নোটের পরিমাণ বাড়ানো হবে।
সিরাজুল ইসলাম বলেন, মুদ্রা প্রবাহে ভারসাম্য আনতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে একই পরিমাণ পুরনো নোট প্রত্যাহার করেছে।
নতুন নোটের মধ্যে থাকবে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডে লেনদেন বহির্ভূত চার্জ নয়: বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে