গুচ্ছভর্তি
২০২১-২২ শিক্ষাবর্ষে ৩২টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ইউজিসি
২০২১-২২ শিক্ষাবর্ষে ৩২ টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বছর আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
শুক্রবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি জানানো হবে এবং প্রয়োজনে কলেজগুলোতে এ বছর পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি উত্তীর্ণ
২ বছর আগে