একাদশে পরিবর্তন
পোর্ট এলিজাবেথ টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে টাইগাররা।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাদমান ইসলামের পরিবর্তে তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের পরিবর্তে তাইজুল ইসলাম দলে ফিরেছেন।
এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: ডারবান টেস্ট: ২২০ রানে হারল বাংলাদেশ
একাদশে বাংলাদেশ দুই পরিবর্তন আনলেও স্বাগতিকরা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট-রক্ষক), ইয়াসির আলী, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেট-রক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ার।
২ বছর আগে