ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টেস্ট ক্যাপ পেয়েছেন জাকির হাসান।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্য অব্যাহত রাখতে টাইগাররা এখন টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি।
এই টেস্টে বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানকে টেস্ট ক্যাপ দেয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দারুণ ফর্ম দেখিয়েছেন তিনি।
বাংলাদেশ মুমিনুল হককে বাদ দেয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্রতিভাবান এই বাঁ-হাতির পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে মন্দাভাব দেখা গেছে।
অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্বাগতিকরা তিনজন বোলার - ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও তাইজুল ইসলামকে মাঠে নামানো হয়েছে।
ওয়ানডে সিরিজে আঙুলে চোট পাওয়া অধিনায়ক রোহিত শর্মা থাকছেন না। তার অনুপস্থিতিতে এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারত ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৮৫ রান করেছে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম টেস্টেও অনিশ্চিত তাসকিন
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন
ভারত একাদশ
শুবমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব
আরও পড়ুন: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার
ঈশান কিশাণের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে ভারতের সংগ্রহ ৪০৯ রান
১ বছর আগে
ভারতের বিপক্ষে ৩য় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ভারত তাদের দলে দুটি পরিবর্তন এনেছে- রোহিত শর্মা ও দীপক চাহারের জায়গায় ঈশান কিষাণ ও কুলদীপ যাদব এসেছেন।
এই সিরিজের প্রথম দুটি ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: টাইগারদের লক্ষ্য ভারতকে ক্লিন সুইপ করা
শুক্রবার থেকে তিন ভেন্যুতে শুরু হচ্ছে বিপিএল ফুটবল
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের
১ বছর আগে
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই ম্যাচের মধ্য দিয়ে লিটন দাস বাংলাদেশের ১৫তম ব্যক্তি হিসেবে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করেন। কুঁচকির ইনজুরির কারণে নেতৃত্ব দেয়া থেকে পিছিয়ে গেলেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।
এক বছরেরও বেশি সময় পর ঢাকায় এটাই প্রথম ওয়ানডে ম্যাচ।
আরও পড়ুন: ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন
এই ম্যাচে তিন পেসার হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনকে মাঠে নামিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় স্পিনার মেহেদী হাসান মিরাজ।
ভারতের হয়ে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার কুলদীপ সেনের। এ পর্যন্ত ১৩টি লিস্ট-এ ম্যাচে তার ২৫ উইকেট রয়েছে।
বাংলাদেশ ও ভারত ৩৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়, যার মধ্যে ভারত ৩০টিতে ও বাংলাদেশ মাত্র পাঁচটিতে জয়লাভ করে। একটি ম্যাচ ছিল ফলাফল শূন্য। যা স্বাভাবিকভাবেই দল দুইটির মধ্যে বেশ ব্যবধান প্রমাণ করে। তবে এর আগে প্রেস মিটিংয়ে বলেন যে বাংলাদেশের মাটিতে খেলা হলে বাংলাদেশ দল বেশ শক্তিশালী হিসেবেই প্রতীয়মান হয়।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দিবে লিটন
১ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ব্রিসবেনে সোমবার আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।
মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
এই দুই ম্যাচে বাংলাদেশ তাদের চূড়ান্ত স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষা করবে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড
বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। সেখানে তারা স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে চারটি ম্যাচ হেরেছে। ত্রিদেশীয় সিরিজের আগে এশিয়া কাপেও ভালো করতে পারেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার কারণে বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে তেমন কিছু আশা করছেন না ক্রিকেট ভক্তরা।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও উইন্ডিজের মুখোমুখি হতে পারে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক
২ বছর আগে
পোর্ট এলিজাবেথ টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিং করছে টাইগাররা।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাদমান ইসলামের পরিবর্তে তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের পরিবর্তে তাইজুল ইসলাম দলে ফিরেছেন।
এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন: ডারবান টেস্ট: ২২০ রানে হারল বাংলাদেশ
একাদশে বাংলাদেশ দুই পরিবর্তন আনলেও স্বাগতিকরা অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট-রক্ষক), ইয়াসির আলী, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন (উইকেট-রক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডুয়ান অলিভিয়ার।
২ বছর আগে