বিদ্যুৎ অফিস
সিরাজগঞ্জে বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারের পল্লী বিদ্যুত অফিস থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনায় বিদ্যালয়ের কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত আব্দুল আলিম (৪৯) বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন জানান, রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। সকালে অফিসের নিচতলার মুদি দোকানদার অফিসের ভেতরে আব্দুল আলিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ২
চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর জেলের লাশ উদ্ধার
১ বছর আগে
খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু, আহত ২
খুলনা নগরীর করিম নগর এলাকায় শুক্রবার বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে ছয় বছরের এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তামিম নগরীর মিঠুর ছেলে।
আহতরা হলেন, একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি।
সোনাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয় করিমনগর এলাকায় অবস্থিত। ওই অফিসের পেছনের দেয়াল অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ওই তিন শিশু অফিসের পিছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙে তাদের গায়ের ওপরে পড়ে। এ সময় তামিম ও ইয়ামিন আঘাতপ্রাপ্ত হয়।
ওসি জানান, তামিমের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে খুমেক হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
শিশু ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি বিষয়টি কিন্তু তারা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি।
ভবিষ্যাতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সেজন্য তিনি কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২ বছর আগে
রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও, ২ কৃষক আটক
রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও করায় বৃহস্পতিবার রাতে দুই কৃষককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন তানোর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর গ্রামের সালেহ-আল-সারা (২৬) এবং দিব্যস্থল গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ (২৪)।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর উপজেলার কলমা ইউনিয়নের কিছু কৃষক দেবিপুর পল্লী বিদ্যুতের অফিসে গিয়ে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘেরাও করে প্রতিবাদ জানান। এসময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা তানোর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের ছত্রভঙ্গ করে। পরে দুজন কৃষককে আটক করে। ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুলল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ লোডশেডিং চলছে। তানোরে কোন সেচ সংকট নেই। চাহিদা মাফিক তানোরে বিদ্যুতের ঘাটতি রয়েছে। সে জন্য এরিয়া ভিত্তিক আমাদের লোডশেডিং দিতে হচ্ছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, পল্লী বিদ্যুৎ অফিস থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।
আটকদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এর আগে ধান খেতে পানি না পেয়ে গত ২৩ মার্চ বিকালে ইশ্বরীপুর গ্রামে গভীর নলকূপের পাশে দাঁড়িয়ে বিষপান করেন অভিনাথ মার্ডি (৩৬) এবং তার চাচাতো ভাই নিমঘুটু গ্রামের রবি মার্ডি (২৭)। অভিনাথ সে রাতেই নিজ বাড়িতে মারা যান এবং দুদিন পর ২৫ মার্চ রাতে হাসপাতালে মারা যান রবি।
পড়ুন: দুই কৃষকের মৃত্যু: নলকূপের অপারেটর গ্রেপ্তার
২ বছর আগে