কাভার্ড ভ্যানের ধাক্কা
ঢামেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৫ বছর বয়সী এক নারী। শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে খিলগাঁও খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিস আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার গঙ্গাহাটি গ্রামের আব্দুর রবের স্ত্রী।
নিহতের স্বামী জানান, তারা গাজীপুর থেকে ট্রেনে করে ঢাকার খিলগাঁও এলাকায় আসেন। রাত ১১টার দিকে ট্রেনটি খিলগাঁও রেলগেইট এলাকায় এসে থামালে তারা নেমে যান।
তিনি আরও জানান, খিদমাহ হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান বিলকিসকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বিলকিস। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ডামেক) হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত বিলকিসকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
১১ মাস আগে
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাবা-ছেলে নিহত
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বন্দরটিলা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, আরেক ছেলে ও রিকশাচালক আহত হন।
শনিবার বেলা ১১টার দিকে বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তার ছেলে আব্দুল মোমিন (৫)।
আরও পড়ুন: চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হুদা জানান, সকালে পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশায় করে ইপিজেড বে শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। এ সময় তাদের বহনকারী রিকশাটি বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান রিকশাটিকে চাপা দেয় এবং এতে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
আরও পড়ুন: বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল মাদরাসাছাত্র
তিনি জানান, এই সময় বিক্ষুদ্ধ জনতা কভার্ড ভ্যানটি ভাঙচুর করে এবং সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২ বছর আগে