গজারিয়া নদী
গজারিয়ায় ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৩
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া নদীর মোহনা সংলগ্ন চর বউপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোহান হাওলাদার (৪) মেহেন্দিগঞ্জের মাঝিরচর এলাকার মোন্তাজ হাওলাদারের ছেলে। এছাড়া এ ঘটনায় গতকাল মাহিনূর বেগম (৫৫) ও নাছরিন বেগম (২৫) নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে মা-মেয়ে।
আরও পড়ুন: বরিশালে ট্রলারডুবি: আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৪
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত আরও দুজন নিখোঁজ রয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে শিশুটির লাশ দুর্ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূর থেকে উদ্ধার করে জেলেরা। পরে তারা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: ২ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১
উদ্ধারকর্মীরা নিখোঁজ থাকা দুজনের খুঁজে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
২ বছর আগে