বিদেশি মুদ্রা জালিয়াতি
বিদেশি মুদ্রা জালিয়াতি: ঝিনাইদহে গ্রেপ্তার ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে ৩’শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এই সময় মুদ্রা জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৬।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সোহেল শিকদার (৩৬), চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ (৩৩) ও ঘোনসী গ্রামের রেজাউল শেখের ছেলে লোবান শেখ (২৮)।
আরও পড়ুন: ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন, ৭ বছর পর আসামি গ্রেপ্তার
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, বাস টার্মিনালে বিদেশি টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এই সময় সেখান থেকে লোবান হোসেন, গিয়াস শেখ ও সোহেলকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
চক্রটি অভিনব কায়দায় কাগজের সামনে সৌদি রিয়াল বসিয়ে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: আদিতমারীতে স্ত্রীর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেপ্তার
এদিকে ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে চার ব্যবসায়ীকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক।
২ বছর আগে