লুৎফর
এক দশক পর আবার প্লেব্যাকে গাইবেন লুৎফর
গায়ক, গীতিকার ও জনপ্রিয় লেখক লুৎফর হাসান দীর্ঘ এক দশক পর আবারও সিনেমার প্লেব্যাকে গান গাইবেন।
সম্প্রতি এই গায়ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন।
লুৎফরের শেষ প্লেব্যাক ছিল বাংলাদেশের প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমার জন্য। সেই গানের শিরোনাম ছিল ‘ভাবনার রেলগাড়ি’। সেই গানটির সুর করেছিলেন প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।
লুৎফর গণমাধ্যমকে বলেন, ‘গত ১০ বছরে আমাকে কেউ ফোন করেনি।’
আরও পড়ুন: ইত্যাদির দেশের গানে ৫ সংগীত তারকা
তিনি আরও বলেন, ‘তবে এখন আমি গান করার জন্য একটি দুর্দান্ত লিরিক পেয়েছি। আশা করছি গানটি সঙ্গীতপ্রেমীদের ভালো লাগবে।’
লুৎফর যে সিনেমার জন্য গেয়েছেন তার নাম ‘নাকফুল’।
গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ এবং সুর করেছেন জাবেদ আহমেদ কিসলু। অলোক হাসান পরিচালিত সিনেমাটির গল্পও লিখেছেন ফেরারি ফরহাদ। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে, তা স্পষ্ট নয়।
লুৎফর তার প্রথম অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’- দিয়ে আলোচনায় আসেন।
আরও পড়ুন: শিল্পী সংঘের সদস্যদের সেবা প্রদান করবে ১১ প্রতিষ্ঠান
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
২ বছর আগে