ভাতিজার লাঠির আঘাত
বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজাহার শেখ নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকালে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন আজাহার।
নিহত আজহার শেখ (৬০) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিবাদ ছিল। বিরোধের জেরে সোমবার বিকালে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের ওপর হামলা করে। এতে ভাই গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রামের চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
৪ মাস আগে
জমি নিয়ে বিরোধ: ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
যশোর সদরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত আব্দুর রহমান (৬০) একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নেত্রকোণায় ‘চোরের লাঠির আঘাতে’ ব্যবসায়ীর মৃত্যু
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জমিজমা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার ভাইপোদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় ভাতিজা বাবলু বাঁশের লাঠি দিয়ে চাচা আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এসময় তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা জান।
আরও পড়ুন: মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
২ বছর আগে