চলন্ত বাসে ধর্ষণ
গাজীপুরে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
চলন্ত বাসে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ জন রবিবার গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গাজীপুর জেলা বিচারিক হাকিম আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. শাহিন মিয়া (১৯) এবং মো. সুমন হাসান (২২)।
আরও পড়ুন: গাজীপুরে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. আ ন ম আল মামুন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষায় আলামত পাওয়া গেছে।
তিনি বলেন, আরও নিশ্চিত হওয়ার জন্য তার ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে। কপালে আঘাতের কারণে আমরা তার মাথার এক্স-রে করার পরামর্শ দিয়েছিলাম।
পুলিশ জানায়, নওগাঁ থেকে এক দম্পতি শনিবার ভোরে গাজীপুরের ভোগড়া বাইপাস এসে নামেন। পরে তাকওয়া পরিবহনের একটি বাসে করে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেন। বাসটি ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তায় পৌঁছালে তাকওয়া পরিবহনের আরও তিনজন স্টাফ ওঠেন।
বাসটি হোতাপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে দম্পতি ছাড়া বাকি সব যাত্রী নেমে যাওয়ায় বাসটি খালি হয়ে যায়। বাসস্ট্যান্ড পার হওয়ার পর পাঁচ পরিবহন শ্রমিক দম্পতির নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ওই নারীর স্বামীকে মারধর করে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার ৩
এরপর চলন্ত বাসের ভেতর ওই নারীকে পাঁচ জন পালাক্রমে ধর্ষণ করে। বাসটি রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌঁছালে ওই নারীকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীর স্বামী শ্রীপুর থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
১২৩৭ দিন আগে
গাজীপুরে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান জানান, শনিবার ভোররাতে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: বিয়ের আশ্বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার ৩
ভুক্তভোগী ও তার স্বামী ভোগড়া থেকে শ্রীপুর যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসটি রাজেন্দ্রপুরের পৌঁছালে ভুক্তভোগী ও তার স্বামীকে রেখে অন্য যাত্রীদের নামিয়ে দেয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামীকে মারধর করে বাস থেকে ফেলে দেয় এবং ওই নারীকে লাঞ্ছিত করে। এই সময় তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগীর স্বামী থানায় অভিযোগ করেন। পুলিশ বাসটি জব্দ করে এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: বাসা থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ জানান, বিকালে ধর্ষণের শিকার নারীকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
১২৩৮ দিন আগে
চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: আদালতে জবানবন্দী দিল চালকের সহকারী
সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসের সহকারী রশিদ আহমদ (২২) আদালতে জবানবন্দী দিয়েছেন।
১৮২৩ দিন আগে
সাভারে চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা
সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে।
২১৭৬ দিন আগে