কালিহাতী
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভুঁঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল গ্রামের হিরামন বেগম (৭০) এবং কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১১)।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, টাঙ্গাইল শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সাগরদিঘী যাচ্ছিল। চাটিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বালুভর্তি ট্রাকটি উল্টে ওই অটোরিকশার ওপরে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২, আহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যা
১১ মাস আগে
কালিহাতীতে বাসচাপায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ভূঞাপুর লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল ধনবাড়ীর ইসমাইল হোসেন ও চাঁদপুরের হাজিগঞ্জ থানার দড্ডা গ্রামের মাসুদুর রহমান মজুমদার। তারা দু’জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
আরও পড়ুন: কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, পাবনা থেকে ঢাকাগামী হাসিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের
১ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মীরহামজানী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার বাসন্তী রানী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।
নিহতের স্বজনরা জানান, হতাহতরা সকালে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন। মীরহামজানী এলাকায় সকাল ৭টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামান মনির বলেন, সকালে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলন। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
১ বছর আগে
ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন!
টাঙ্গাইলের কালিহাতীতে ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাছ চারান রাজবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আলী আজগর (৬৫) একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন, ৭ বছর পর আসামি গ্রেপ্তার
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে তার বাবাকে হত্যার করার কথা স্বীকার করেছে এবং হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়। গ্রেপ্তার রাশেদ মিয়া মানসিক ভারসাম্যহীন।
আরও পড়ুন: ফেসবুকে মন্তব্যের জেরে গাজীপুরে ছুরিকাঘাতে নিহত ৩, আটক ২
ওসি জানান, রাশেদ স্থানীয় মসজিদের ইমামকে জানায় যে তিনি তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। পরে ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
২ বছর আগে
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়ে-নাতি নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় বাবা, মেয়ে ও নাতি নিহত হয়েছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঘাটাইলের গারট্ট গ্রামের তায়েবুল হোসেন (৫৩), তার মেয়ে তাহমিনা আক্তার (২৩) ও তাহমিনার সাত মাস বয়সী ছেলে তাওহীদ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে তায়েবুল হোসেন তার মেয়ে তাহমিনাকে তার স্বামীর বাড়ি পৌঁছে দিতে নিজের ইজিবাইকে উঠিয়ে ঘাটাইল থেকে হাতিয়া যাচ্ছিলেন। এ সময় মায়ের কোলেই ছিল তাওহীদ। হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ইজিবাইকে ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তায়েবুল হোসেন ও তার নাতী তাওহীদ। আশঙ্কাজনক অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসছিল। এই ট্রেনের সঙ্গে হাতিয়ায় একটি অটোর (ইজিবাইক) ধাক্কা লাগে। এতে অটোর চালকসহ তিনজন মারা যান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দু’জনের লাশ ও হাসপাতাল থেকে একজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইলে কিশোরকে গলা কেটে হত্যা, আটক ২
২ বছর আগে