বাস চালক
বরিশালে ঘাতক বাসের চালক গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জামিল হোসেন (২৭) নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচালক। তিনি পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের হায়দার আলির ছেলে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাত ১১টায় বাস চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, গত বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টায় ববির সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। মিম ববির ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে বরিশাল-কুয়াকাটা- বরগুনা-ভোলা আঞ্চলিক মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করেছিল শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে তারা সড়ক থেকে চলে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
২ সপ্তাহ আগে
সাভারে চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা
সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে।
৪ বছর আগে