ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
বাগেরহাট: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক আটক
বাগেরহাটের মোরেলগঞ্জ এ এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। ইসলাম ধর্মের বিরুদ্ধে ফেসবুক পোস্টের অভিযোগে তাকে আটক করা হয়। তার বাড়ি ও পাশের একটি মন্দিরে হামলা চালিয়েছে স্থানীয়রা।
আটক কৌশিক বিশ্বাস (২৩) উপজেলার আমুরবুনিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।
আরও পড়ুন: চবি শাটলে পাথর নিক্ষেপ, আটক ৩
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় ২৫০ থেকে ৩০০ বিক্ষুব্ধ মুসল্লি তার বাড়ি ও পাশের একটি মন্দির ভাঙচুর করে। গ্রামটিতে ৫৬টি মুসলিম ও ৫৪টি হিন্দু পরিবার রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি আরিফুল।
তিনি বলেন, গত তিন বছর ধরে ভারতে বসবাসকারী কৌশিক বিশ্বাস এক সপ্তাহ আগে বাড়ি ফিরেছেন। ভারতে তিনি বিজিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি আপত্তিকর অনলাইন পোস্টের জন্য আগেও তাকে জেলে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: মায়ের লাশ আটকে রেখে দুই ছেলেকে পুলিশে দিল ইন্টার্ন চিকিৎসকরা
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একটি মন্দির এবং বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হবে বলেও জানান এসপি আরিফুল।
নিশানবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
২ বছর আগে