অটোরিকশার চাপা
রাজবাড়ীতে অটোরিকশার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় জুঁই নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত জুঁই (৭) ওই উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনি ও চায়না খাতুনের মেয়ে। সে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: চট্টগ্রামে ১০ তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
স্থানীয়রা জানান, জুঁই তার নানা বাড়ি থেকে লেখাপড়া করত। আজ স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, থানার পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
৫৩৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার চাপায় মো. কাউসার নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১২ জুন) বেলা সোয়া ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার (৩) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির সামনে রাস্তা পারাপারের জন্য কাউসার হঠাৎ দৌড় দিলে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্বানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এছাড়া অটোরিকশার চালককে ধরার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৫৬২ দিন আগে
গাজীপুরে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মালিহা মমতাজ মোবিনা (৮) পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: বাগেরহাটে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) রিপন আলী খান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী রোড পারাপারের সময় বর্মীগামী একটি অটোরিকশা উল্টে মোবিনাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এছাড়া অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
নিহত মদিনার অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
১৩৫৪ দিন আগে