আল-আকসা মসজিদ
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা
বুধবার (৫ এপ্রিল,২০২৩) ভোরে নামাজের সময় দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নিরপরাধ নামাজী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলি বাহিনীর দ্বারা নাগরিকদের মৌলিক নিয়ম, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।
বাংলাদেশ মনে করে যে ধর্মের স্বাধীনতাকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে ধরে রাখতে হবে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার, বিশেষ করে পবিত্র রমজান মাসে নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধে অধিকৃত ভূখণ্ডে বারবার এ ধরনের সহিংসতা বন্ধে ‘টেকসই ব্যবস্থা’ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনির মৃত্যু
১ বছর আগে
আল-আকসা মসজিদে ফের সংঘর্ষ, ৯ ফিলিস্তিনি আহত
জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে শুক্রবার ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের ভেতরে একাধিক মারাত্মক হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের পর এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে গত সপ্তাহ থেকে নিয়মিত সংঘর্ষের ঘটনার ঘটছে।
এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে।
আরও পড়ুন: স্যাটেলাইট ছবিতে মারিউপোলের কাছে সম্ভাব্য গণকবরের সন্ধান
দুই ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল আকসা মসজিদ প্রাঙ্গনের প্রবেশ গেটে পুলিশের দিকে পাথর ছুড়ে ফিলিস্তিনি যুবকরা। এরপর পুলিশ ভেতরে ঢুকে এবং রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়ে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ৯ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিরা এটাকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে।
আরও পড়ুন: মার্কিন আইনপ্রণেতার কাশ্মীর সফরের নিন্দা ভারতের
২ বছর আগে
আল-আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১৫০ ফিলিস্তিনি আহত
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আতশবাজি, পাথর ও অন্যান্য বস্তুর দ্বারা তারা আঘাতের শিকার হলে কর্মকর্তারা ঘটনাস্থলে প্রবেশ করেন।
এ ঘটনায় তিনজন ইসরায়েলি পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।
আরও পড়ুন: ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
আল-আকসা মসজিদটি মুসলমান ও ইহুদিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে এটি তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের কাছে এটা টেম্পল মাউন্ট নামে পরিচিত।
ইসরায়েলে বেশ কয়েকটি মারাত্মক হামলা এবং এসব হামলার জেরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহতের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর ফের হামলা
বৃহস্পতিবার তেল আবিবে এক ফিলিস্তিনির হাতে তিন ইসরায়েলি নিহত হওয়ার পর ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে গত দুই সপ্তাহে ইসরায়েলে আরব ও ফিলিস্তিনিদের চার হামলায় ১২ জন ইসরায়েলি নাগরিক এবং দুজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।
২ বছর আগে