ট্রাক-কাভার্ডভ্যান
মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মাগুরার শালিখায় ট্রাক ও কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, নিহতরা হলেন- শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে শাহাবুর রহমান (৪০) ও একই এলাকার শামিমুর রহমানের ছেলে শাকিব আহমেদ (২৭)। শাহাবুর রহমান পেশায় একজন দন্ত চিকিৎসক।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
তিনি আরও জানান, শাহাবুর ও শাকিব আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল দিয়ে নিজ বাড়ি জুনারী গ্রামে ফিরছিলেন। তারা আড়পাড়া বাজারের আধা কিলোমিটার দূরে দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌঁছালে ট্রাক ও কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
ওসি বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি আটক করেছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় ডাম্পার ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চুনতি এলাকায় মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
নিহতরা হলেন- আধুনগর পেঠানের পাড়ার হারুনুর অর রশিদের ছেলে ডাম্পার ট্রাক চালক মাহফুজ (২৫) ও একই ইউনিয়নের সাতগড় দক্ষিণ হরিনা মোস্তাক হাজী পাড়ার আসহাব মিয়ার ছেলে কপিল উদ্দিন (২৭)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে দুই বাসের সংঘর্ষে যুবক নিহত
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে