কিটনাশক
স্ত্রীর সঙ্গে অভিমান করে কুড়িগ্রামে যুবকের ‘আত্মহত্যা’
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদ মিয়া (২৯) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগভান্ডার গ্রামের আশরাফ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, অভাবের সংসারে স্ত্রী ববিতা বেগমের সঙ্গে প্রায় বিভিন্ন বিষয়ে ঝগড়া লাগতো ফরিদ মিয়ার। গত ঈদের দু’দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সূত্রে অভিমান করে বাড়ি থেকে ঢাকা চলে যান ফরিদ।
আরও পড়ুন: চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’
সোমবার দুপুরে সে ঢাকা থেকে বাড়িতে যায়। বিকালে পুনরায় স্ত্রীর সঙ্গে কেনা কাটা নিয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা ইদুর মারার দুটি বড়ি ও এক বোতল কিটনাশক পান করে। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনিত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান।
সেখানেও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রৌমারীতে পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’
২ বছর আগে
‘২ সাঁওতাল কৃষকের মৃত্যু কীটনাশক পানেই’
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কীটনাশক পানেই তাদের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা.কফিল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার তদন্ত প্রতিবেদন হস্তান্তরও করা হয়েছে বলে জানান তিনি।
ফরেনসিক বিভাগের প্রধান ডা. কফিল উদ্দিন বলেন,‘আমরা মৃতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করেছিলাম।ভিসেরা রিপোর্ট অনুযায়ী মৃত দুজনের শরীরে কিটনাশক পাওয়া গেছে। পরীক্ষায় আমরা অর্গানো ফসফরাস যৌগ নামে এক ধরনের কিটনাশক পাই।এই বিষপানেই তাদের মৃত্যু হয়েছে বলে আমরা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মামলা কোন দিকে যাবে তা নিশ্চিত করে বলা যাবে। প্রতিবেদন যেহেতু হাতে আসছে এর পর মামলায় গতি পাবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য গোদাগাড়ীর দু’জন আদিবাসি কৃষক অসুস্থ হন ২৩ মার্চ সন্ধ্যায়। তারা নিজেরাই পরিবারের সদস্যদের জানান তারা বিষ খেয়েছেন। এর মধ্যে অভিনাথ মারান্ডি (৩৬) নামে একজন ঐ রাতেই বাড়িতে মারা যান। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)।
অভিনাথ ও রবির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে ওই নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন।
আরও পড়ুন: রাজশাহীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে ঘেরাও, ২ কৃষক আটক
২ বছর আগে