নলকা সেতু
ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়পাড় সংযোগ মহাসড়কের যানজট এড়াতে ঈদের আগে সলংগা থানার ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোল চত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তির শিকার হন। দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে (ঢাকা-রংপুর-বুড়িমারি) মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এজন্য এবারও ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে। তবে যানজট এড়াতে নির্মাণাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি দিনরাত কাজ করছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ২১ কিলোমিটার জুড়ে যানজট
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিন সাংবাদিকদের বলেন, নলকা সেতুর এক লেনসহ এ মহাসড়কের খানাখন্দগুলো সংস্কারের কাজ জোরেসোরে চলছে। আশা করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষকে আর যানজটের শিকার হতে হবে না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঈদের আগে যানজটন এড়াতে মহাসড়কে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যেই মহাসড়কের ভোগান্তি কমাতে কাজও শুরু হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধ: মহাসড়কে দীর্ঘ যানজট
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম জানান, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি শেষ হয়েছে। বিশেষ করে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে সাড়ে ৪’শ পুলিশ দায়িত্ব পালন করবে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা ক্ষেত্রেও পুলিশ সদস্যরা কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
২ বছর আগে