নকশিপল্লী
শেখ হাসিনা নকশিপল্লী প্রকল্পের কাজ ত্বরান্বিত করার সুপারিশ
‘শেখ হাসিনা নকশিপল্লী, জামালপুর (প্রথম পর্যায়)’ প্রকল্প দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার সংসদ ভবনে কমিটির সভাপতি সাংসদ মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বাদশ সভায় এ সুপারিশ করা হয়।
সংসদীয় ওয়াচডগ ২০২১ সালের ডিসেম্বরে মূল সময়সীমা শেষ হওয়ায় একটি যৌক্তিক সময়সীমা পুনর্নির্ধারণ করে শিগগির প্রকল্পের বাস্তবায়ন শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মন্ত্রণালয়কে বলেছে।
আরও পড়ুন: থমকে আছে দর্শনা-দৌলতগঞ্জ স্থলবন্দর প্রকল্প
এর আগে ২০১৯ সালের মার্চে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নকশি উদ্যোক্তা, তাঁত ও হস্তশিল্প শ্রমিকদের সুবিধা বৃদ্ধি, নকশি ও তাঁত শ্রমিকদের দারিদ্র্য বিমোচন এবং তাদের জীবিকার অবস্থার উন্নতির লক্ষ্যে ৭২২ কোটি টাকা আনুমানিক ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করে।
জামালপুরে ৩০০ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ তাঁত বোর্ড।
এছাড়া সংসদীয় কমিটি ‘শেখ হাসিনা সোনালি আঁশ ভবন’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: মেগা প্রকল্পে বদলে যাবে দেশের অর্থনীতি: প্রধানমন্ত্রী
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) জনবল সংক্রান্ত সমস্যা, কৃষিপণ্য হিসেবে পাটজাত পণ্য তালিকাভুক্তির অগ্রগতি, বেসরকারি পাটকলের ব্যাংক ঋণ মওকুফসহ পাট খাতের বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ এবং বাধ্যতামূলক পাট প্যাকেজিং আইন-২০১০ বাস্তবায়ন নিশ্চিত করতে গৃহীত ব্যবস্থা নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, রণজিৎ কুমার রায়, নজরুল ইসলাম চৌধুরী ও শাহিন আক্তার উপস্থিত ছিলেন।
২ বছর আগে