ঢাকা কলেজের শিক্ষার্থী
নিউমার্কেটে সংঘর্ষ: আরও দুই দোকানকর্মী গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুই দোকানকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ক্যাপিটাল ফাস্ট ফুডের এই দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. কাওছার ও মো. বাবু হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (রমনা বিভাগ) ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ৩ শিক্ষার্থী রিমান্ডে
ডিবি (রমনা বিভাগ) এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী এবং ক্যাপিটাল ফাস্ট ফুডের দুই কর্মচারী কাওসার ও বাবুর মধ্যে ইফতার আইটেমের জন্য টেবিল রাখা নিয়ে বিরোধ শুরু হয়।বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে এই মারধরের ঘটনা ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকালে বারবার সংঘর্ষ চলতে থাকে এবং এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।
২ বছর আগে
নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সহিংস সংঘর্ষে আহত আরও একজন বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
নিহত মুরসালিন (২৬) নিউমার্কেটের কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন।
ঢামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মুরসালিন মারা যান।
এর আগে সহিংস সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান নাহিদ হোসেন (২০) মঙ্গলবার রাতে মারা যান।
পড়ুন: নিউমার্কেটে সহিংসতা: পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন বিএনপির
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, নাহিদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
মঙ্গলবার নীলক্ষেত মোড় ঘিরে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধারাবাহিক সংঘর্ষে সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়েছে।
আহতদের মধ্যে প্রায় ২৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতের উত্তেজনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
দুই পক্ষোর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইট-পাটকেল ও ককটেল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে ও টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পড়ুন: নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: প্রাণ গেল পথচারীর
২ বছর আগে
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ফের সংঘর্ষ
রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
রাতে ব্যবসায়ী সমিতির সদস্যদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মানববন্ধন করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেটের কয়েকজন ব্যবসায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও উসকানি দিলে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (নিউমার্কেট জোন) শরীফ বলেন, গতকাল রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছি।
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ সকালে হামলার প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের মার্কেট খুলতে দেবে না।’
শিক্ষার্থীরা জানায়, গতরাতে সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চোখে আঘাতপ্রাপ্ত ঢাকা কলেজের দুই শিক্ষার্থী বর্তমানে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছে।
আরও পড়ুন: সিলেটে শিশু হত্যার ঘটনায় নারী আটক
এর আগে মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কয়েকজন ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে যা ভোর রাত ৪টা পর্যন্ত চলে।
সংঘর্ষের কারণে কয়েক ঘণ্টার জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে কয়েকজন পুলিশও আহত হয়।
২ বছর আগে