সারিয়াকান্দি
বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে জনি খাতুন (৩০) নামে এক নরীর মৃত্যু হয়েছে।
কুতুবপুরে যমুনা নদী রক্ষা বাঁধে গরু আনতে গেলে শুক্রবার (২৮ জুন) বিকালে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জন নিহত
জনি খাতুন উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।
স্থানীয় কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, যমুনা নদী রক্ষা বাঁধে গরু আনতে গেলে বজ্রপাত হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
আরও পড়ুন: খুলনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১
৪ মাস আগে
বগুড়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে রাখালসহ ৬ মহিষের মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ব্যক্তিসহ ৬টি মহিষ মারা গেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের রামনগর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ প্রামাণিক (৪০) উপজেলার হিন্দুকান্দি এলাকার মৃত ইফেজ আলী প্রামাণিকের ছেলে। তিনি মহিষের রাখাল হিসেবে কাজ করতেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী ঘটনা নিশ্চিত করে জানান, সবুজ রামনগর এলাকার একটি মাঠে মহিষের বাথান (দল) চরাতে নিয়ে যায়। দুপুরে মহিষের শিঙ বা গায়ের ধাক্কায় বাঁশের খুঁটিসহ টাঙানো সেচ পাম্পের বৈদ্যুতিক তার মাটিতে পড়ে যায়। এতে ছয়টি মহিষ বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মহিষগুলোকে বাঁচাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সবুজও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।
তিনি আরও বলেন, সবুজের লাশ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
১ বছর আগে
যমুনার পানি বৃদ্ধি: বগুড়ার সারিয়াকান্দির নিম্নাঞ্চল প্লাবিত
বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার কাছাকাছি ছুঁই ছুঁই করছে। ফলে নদীর পার্শ্ববর্তী এলাকায় পানি প্রবেশ করে পাট ও ধৈঞ্চার খেত ক্ষতির মুখে পড়েছে। এতে ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় কৃষকরা।
সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার পরশুরাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীতে সারিয়াকান্দির কালিতলা পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪০ সেন্টিমিটার যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বাঙালি নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৬০ সেন্টিমিটার যা বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আরও পড়ুন: টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা
জানা গেছে, গত কয়েক দিনের পানি বৃদ্ধিতে সারিয়াকান্দি উপজেলার ১১২টি চরের নিম্নাঞ্চল যমুনা নদীর পানিতে প্লাবিত হয়েছে। চরগুলোর বিস্তীর্ণ এলাকার পশুচারণভূমি এবং সবুজ ঘাস পানিতে ডুবে গেছে। ফলে ঘাসের অভাবে গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ সবধরনের গৃহপালিত পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার আশঙ্কায় পাট কেটে জাগ দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই পাট বিভিন্ন চরাঞ্চল থেকে পানিতে ভেসে গেছে।
সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা জানান, বেশ কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে ভাঙনও দেখা দিয়েছে। তার ইউনিয়নের প্রায় অর্ধেকের বেশি পাটের ফসল পানিতে নিমজ্জিত রয়েছে।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া জানান, যমুনা ও বাঙালি নদীতে পানি বাড়ছে। যেভাবে পানি বাড়ছে তাতে করে ১৯ জুনের মধ্যে যমুনা এবং বাঙালি নদীতে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এক্ষেত্রে বন্যার আশঙ্কা রয়েছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বিভিন্ন এলাকা থেকে কৃষকের পাট এবং ধৈঞ্চাসহ কয়েকটি ফসল নিমজ্জিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
২ বছর আগে
বগুড়ায় সালিসে নারীকে মারধরের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
বগুড়ার সারিয়াকান্দিতে সালিসেতে এক নারীকে মারধরের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরিকুল ইসলাম নারচী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয়রা জানায়, সারিয়াকান্দির ধাপ গ্রামে ‘জিনের বাদশা’ নামে পরিচিত কবিরাজ আব্দুল খালেক মারধরের শিকার ওই নারীকে ‘ধর্ম মেয়ে’ বানান। গত শুক্রবার তিনি ওই নারীর বাড়িতে গিয়ে ওই এলাকার সব বাড়ি ‘বিল্ডিং’ হয়ে যাবে জানিয়ে অন্য ঘরে ধ্যানে বসেন এবং ধ্যান সফল হওয়ার জন্য ওই নারীর মেয়েকে শেষ রাতে ঘরে ডেকে নিয়ে যান।
পরে শনিবার সকাল ৭টার দিকে ইউপি সদস্য তরিকুল মানুষজন নিয়ে ওই বাড়ি থেকে কবিরাজ আব্দুল খালেক ও ওই মেয়েকে আটক করেন।
এ ঘটনায় বিশু প্রামানিক নামে এক ব্যক্তির বাড়িতে সালিস বসে। সালিসে কবিরাজ আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা, মারধর ও কান ধরে উঠ-বস করিয়ে ছেড়ে দেয়া হয়। এরপর ওই নারীকে ইউপি সদস্য লাঠি দিয়ে মারধর করেন।
ওই নারীকে মারধরের বিষয়ে ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আমি তিন বারের নির্বাচিত ইউপি সদস্য। আমার ওয়ার্ডে কিভাবে বিচার হবে সেটা আমার বিষয়।’
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। ইউপি সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
পড়ুন: ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের স্বামী কারাগারে
২ বছর আগে
যমুনায় নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ নীরা খাতুন (১৩) ও তার ভাই জিসান (৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী থেকে আসা ডুবুরী দল উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব পাশে চরবাটিয়া গ্রামের কাছে যমুনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে। লাশ দেখতে নদী পাড়ে বহু লোক সমাগম ঘটে। সেই সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও চরবাটিয়া চরের মশিদুল সরকারের মেয়ে নীরা এবং নিরার ভাই ময়ূরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জিসান তাদের বাড়ির পশ্চিম পাশে সোমবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
আরও পড়ুন: যমুনায় গোসল করতে নেমে ভাই-বোন নিখোঁজ
২ বছর আগে