কেজিএফ চ্যাপ্টার ২ তেলেগু সংস্করণ
কেজিএফ চ্যাপ্টার ২: মুক্তির প্রথম সপ্তাহেই ব্যয়বহুল কন্নড় চলচ্চিত্রের বাজিমাত
১৪ এপ্রিল ২০২২ তথা বৈশাখের প্রথম দিনে রীতিমত ঝড়ো আবির্ভাব ঘটলো বহুল প্রত্যাশিত কন্নড় অ্যাকশন চলচ্চিত্র কেজিএফ চ্যাপ্টার ২-এর। প্রথম কন্নড় সিনেমা হিসেবে অতিকায় আইম্যাক্সের পর্দায় মুক্তি পাওয়া চলচ্চিত্রটির অভিজাত সূচনায় ভাসছে গোটা ভারতীয় উপমহাদেশ। কেজিএফ চ্যাপ্টার ১-এর সফলতার ধারাবাহিকতায় এই দ্বিতীয় কিস্তিটির অত্যধিক বাজেট মোটেই ঝুঁকির মধ্যে ফেলেনি ফিল্ম সিরিজটিকে। বরং রাতারাতি বিশ্ব জুড়ে অ্যাকশন মুভি ম্যানিয়াতে হিট করা মুভিটি তৃতীয় সংস্করণেরও মাইলফলক দিয়ে রেখেছে। প্রথম ছবির বাজিমাতের তিন বছরের মাথায় নির্মিত এই মুভিটি বর্তমানে বলিউড ব্লকবাস্টারগুলোর সাথে একই মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছে। ক্রাইম জনরার এই অসামান্য চলচ্চিত্র নিয়েই আজকের বিনোদন বিষয়ক ফিচার।
কেজিএফ চ্যাপ্টার ২ মুভির কাহিনী
কেজিএফ-এর পূর্ণ রূপ কোলার গোল্ড ফিল্ড্স, যেটি হচ্ছে ভারতের কর্নটক প্রদেশের অন্তর্গত কোলার জেলার একটি প্রখ্যাত স্বর্ণ উত্তোলনের অঞ্চল। এই এলাকার সবচেয়ে দুর্ধর্ষ নাম রকি, যে তার বিপরীত মতাদর্শের প্রত্যেকের জন্য রীতিমত এক দুঃস্বপ্ন। স্বভাবতই তার শত্রুদের বিচরণ শুধুমাত্র তার দৃষ্টিসীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। স্বর্ণখনির সরকারি আধিকারিগণের কাছেও রকি একটি জলজ্যান্ত হুমকি। অন্যদিকে কালক্রমে রকির সামনে উন্মোচিত হয় নিজের এক অজানা এবং অনাকাঙ্ক্ষিত অতীত। এমন চতুর্মুখী চ্যালেঞ্জের মুখে নিজের কিংবদন্তির সুবিচার করতে নিজেকে আপাদমস্তক এক দুর্গ বানিয়ে তোলে রকি।
পড়ুন: ঈদের বিশেষ ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা
এমনি উত্তেজনাপূর্ণ কাহিনী নিয়ে ছবিটি গল্প লেখা ও পরিচালনায় অপরিবর্তিত আছেন কেজিএফ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তির প্রশান্ত নীল।
ব্লকবাস্টার কেজিএফ চ্যাপ্টার ২-এর পর্দার পেছনের ও সামনের তারকারা
হোম্বেল ফিল্মসের ব্যানারে কেজিএফ ফ্র্যাঞ্চাইজির এই দ্বিতীয় সংস্করণটিরও প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর। নজরকাড়া সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন ভুবন গৌড়া। ক্যারিয়ারের শুরু থেকে তিনি প্রশান্ত নীলের সাথেই কাজ করে আসছেন। মুভি সম্পাদনায় নিজের অসামান্য কৃতিত্বের সাক্ষর রেখেছেন উজ্জ্বল কুলকার্নি। সঙ্গীত পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের উদীয়মান গীতিকার ও সুরকার রবি বসরুর। সর্বপরি তরুণ ও মেধাবী টিমের পরিশ্রমের ফসল কেজিএফ-এর এই দুটি মুভি। ৪১ বছর বয়সী সিনেমা নির্দেশক প্রশান্ত নীলেরও ছবি নির্মাণে বেশি দিন হয়নি। ২০১৪ সালে তিনি তার প্রথম পরিচালিত মুভি উগ্রাম নিয়ে মুভি নির্দেশনায় আত্মপ্রকাশ করেন।
২ বছর আগে