ব্যবসায়ী নিহত
লালমনিরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: লালমনিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৪৭ দিন আগে
লালমনিরহাটে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
লালমনিরহাটের বত্রিশ হাজারী এলাকায় বুধবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরারা সময় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আইয়ুব আলী মোবাইল ফোন ব্যবসায়ী ও কালীগঞ্জ উপজেলার হরিশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন জনশূন্য সড়কে কিছু লোক আইয়ুবের মোরসাইকেলটি আটকে দেয়।
ওসি বলেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় তারা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
১৩২৪ দিন আগে