প্রাথমিক সমাপনী পরীক্ষা
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু সময় নিব। সমাপনী পরীক্ষা নভেম্বরের দিকে হয়, আমরা ২-৩ মাস আগে জানাবো। এখনই জানালে কোচিং সেন্টার সব লাইন ধরবে।’
আরও পড়ুন: চলতি বছরের জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি: শিক্ষামন্ত্রী
সমাপনী একবারেই বাতিল করার চিন্তা-ভাবনা করা হচ্ছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নতুন যে কারিকুলাম আছে সেখানে পরীক্ষাটি নেই। আমরা শিক্ষাবিদসহ অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা পাঠে ব্যস্ত থাকুক। তাদেরকে টেনশনে ফেলতে চাই না। ভবিষ্যতে এই সমাপনী পরীক্ষা থাকবে না।’
আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা আগামীকাল থেকে শুরু
২ বছর আগে